অপঠিত বই

অলংকরণ: মাসুক হেলাল

সংগ্রহে নেই কোনো অপঠিত বই

অবসর সময়টা কাটে আর কই?

যন্ত্রতে সময়টা কাটাতে না চাই

লেখা বা পড়ার স্বাদ কিছুতে না পাই।

ফোন বা ল্যাপটপে পড়া যায় জানি

তবুও যন্ত্র করে দৃষ্টির হানি।

অতএব প্রতি মাসে একবার করে,

বই যত কিনে আনি গাড়ি ভরে ভরে।

আরও পড়ুন

ইংরেজি-বাংলা দুটো ভাষা চলে,

লিখে বা পড়েই রাখি ভাষাটি দখলে।

হিন্দিটা জানা আছে কথোপকথনে,

ভাষা আরও জানা চাই, ভাবি মনে মনে।

‘দূর পরবাস’-এ জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]