চাকরির বাজার

অলংকরণ: আরাফাত করিম

চাকরির বাজারে

চেহারাটা ভালো হওয়া চাই যে

হাঁড়ি ভরা ডিগ্রি?

না না না, আপত্তি নাই যে।

কাজ ভালো করা চাই

ছুটি একদিনও নাই।

ঘড়ি ধরে আসো যাও

নাকেমুখে খেয়ে নাও

পারো যদি, তোষামোদ করা চাই

বেতন? না, সে যে বাড়বে না ভাই!

কিছু চাকরিতে দেখি

ঘুষটুকু দিতে হয়,

মেধাবী? অভিজ্ঞ?

সে আবার কারে কয়?

চাকরির বাজারে

মামা-চাচা ছাড়া গতি নাই যে

বাছাধন চাকরি

তবু মোরা তোমাকেই চাই যে।

‘দূর পরবাস’-এ জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]