১১৫টি সুবিধাবঞ্চিত পারিবারকে সহায়তা দিল চেঞ্জ টুগেদার ক্লাব
‘ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির’ ‘চেঞ্জ টুগেদার ক্লাব’-এর তরুণ-তরুণীরা ঈদুল ফিতরকে সামনে রেখে ২২ এপ্রিল কিছু সুবিধাবঞ্চিত ছিন্নমূল মানুষের মুখে হাসি ফোটানোর এক মহৎ উদ্যোগ সফলভাবে সম্পন্ন করেছে।
তাদের এ আয়োজন ১১৫টি ছিন্নমূল পরিবারকে ৭ দিনের খাবারের ব্যবস্থা করে দিয়েছে। কয়েক দিন ধরে তারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে অনুদান সংগ্রহ, খাদ্যদ্রব্য কেনা থেকে শুরু করে শহরের অলিতে গলিতে থাকা ১১৫টি দরিদ্র পরিবারকে খুঁজে বের করে। এসব পরিবারের হাতে এক সপ্তাহের চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, চিনি, সেমাই ও দুধ তুলে দেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইলেকট্রনিকস অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং (ইইই) ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক দারা আবদুস সাত্তার স্যার। সফলভাবে এ উদ্যোগ সম্পন্ন করার জন্য তিনি চেঞ্জ টুগেদার ক্লাবের সদস্যের ভূয়সী প্রশংসা করেন।
শুধু তা–ই নয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি চেঞ্জ টুগেদারে ক্লাব গত সাত বছর যাবৎ ঢাকা ও ঢাকার বাইরের সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে কাজ করে আসছে। তা ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকে।