১০ লাখ গাছের চারা রোপণ করবে রোটারি ক্লাব

সারা দেশের মতো ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় আড়াই হাজার গাছের চারা বিতরণ করে রোটারি ক্লাব
ছবি: লেখক

বাংলাদেশে ১০ লাখ গাছের চারা রোপণের লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছে রোটারি ক্লাব। এরই অংশ হিসেবে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় আড়াই হাজার গাছের চারা বিতরণ করল রোটারি ক্লাব।

গতকাল শনিবার সকালে উপজেলার রাঙামাটিয়া ইউনিয়নে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় চেয়ারম্যান সালিনা চৌধুরী সুষমা। উপজেলার রাঙামাটিয়া ইউনিয়নের বাবুলের বাজার এলাকায় রোটারি ক্লাব অব উত্তরা, রোটারি ক্লাব অব কেনসিংটন ও চেলসি অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে। সহযোগী হিসেবে ছিল রোটারি ক্লাব অব ময়মনসিংহ, ড. কে জামান বিএনএসবি হাসপাতাল এবং ৮ নম্বর রাঙামাটিয়া ইউনিয়ন পরিষদ।

অনুষ্ঠানে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। সকালে জেলা আওয়ামী লীগের সদস্য ইমদাদুল হক সেলিম এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানের উদ্বোধন করেন। রাঙামাটিয়া ইউনিয়নের তিনটি ওয়ার্ডের কমপক্ষে ৬০০ পরিবারের সদস্যদের হাতে এ গাছের চারা বিতরণ করা হয়।

গাছের চারা বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন অনুষ্ঠানের প্রধান অতিথি রোটারি ক্লাব অব উত্তরা বাংলাদেশের সভাপতি ও এপি নিউজের বাংলাদেশ ব্যুরোপ্রধান জুলহাস আলম রিপন, সাবেক সভাপতি রোটারি ক্লাব অব ময়মনসিংহ ফারুক খান পাঠান, বিএনএসবি চক্ষু হাসপাতালের ময়মনসিংহের পরিচালক শরিফুজ্জান। উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব ময়মনসিংহের সজল চন্দ্র দাস, সাবেক ছাত্রলীগ সভাপতি হারুন অর রশিদ প্রমুখ।

জুলহাস আলম বলেন, ‘সারা দেশে আমরা ১০ লাখ গাছের চারা রোপণ করব। এর আলোকেই ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাঙামাটিয়া ইউনিয়নে আজকের এ আয়োজন করা হয়। আজ প্রায় আড়াই হাজার আমলি, হরীতকীসহ বনজ ও ফলদ গাছের চারা সাধারণ মানুষের হাতে তুলে দিতে পারছি। আমরা দেখছি করোনার এ মহামারিতে অক্সিজেনের অভাবে মানুষ মারা যাচ্ছে। অথচ গাছ একমাত্র বন্ধু, যে কিনা বিনা পয়সায় আমাদের অক্সিজেন দিয়ে থাকে। তাই এই অক্সিজেন সরবরাহের কারখানাকে সারা দেশে বৃদ্ধির লক্ষ্যে রোটারি ক্লাব কাজ করে যাচ্ছে, পাশাপাশি আর্তমানবতার পাশে আমরা রোটারিয়ানরা সব সময় থেকেছি, থাকব।’