সুবিধাবঞ্চিতদের সঙ্গে ঈদ উপহার ভাগাভাগি করল ইউএসকেসিএডব্লিউএ

সুবিধাবঞ্চিত ১০০ পরিবারের মধ্যে ১৫ দিনের খাবার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ইউরিয়া সার কারখানা কলেজ অ্যালামনাই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (ইউএসকেসিএডব্লিউএ)। গতকাল বুধবার দুপুরে নরসিংদীর পলাশ উপজেলার হতদরিদ্র এসব পরিবারের মধ্যে এই খাদ্যপণ্য বিতরণ করা হয়। সংগঠনসূত্রে জানা যায়, গত বছর দেশে করোনা প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত এক হাজার পরিবারকে নিয়মিত বিরতিতে খাদ্যসহায়তা দিয়ে আসছে।

সংগঠনের সভাপতি আশিকুর রহমান জানান, করোনা মহামারিতে এই সহায়তা অব্যাহত থাকবে এ বছরের শেষ পর্যন্ত।

এদিকে এর আগে সকালে দুস্থ পরিবারের নারীদের উপার্জনক্ষম করতে তাঁদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয় সংগঠনের পক্ষ থেকে। পাঁচজন নারীকে দেওয়া হয় নতুন সেলাই মেশিন। ইউরিয়া সার কারখানা স্কুল প্রাঙ্গণে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সেলাই মেশিনগুলো হস্তান্তর করা হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক কাজী ফরিদ বলেন, ১০০ নারীকে উপার্জনের পথ তৈরি করে দিতে কাজ করে যাচ্ছেন তাঁরা। এ বছরের মধ্যেই সবাইকে সেলাইয়ের প্রশিক্ষণসহ সেলাই মেশিন উপহার দেওয়া হবে। সেলাই মেশিন বিতরণের অনুষ্ঠানে ইউরিয়া সার কারখানা কলেজের অধ্যক্ষ গাউসুল আজম উপস্থিত ছিলেন। এ ছাড়া শারীরিক প্রতিবন্ধীদের মধ্যে ঈদ উপহার হিসেবে হুইলচেয়ার বিতরণ করা হয়।

সংগঠনের সহপ্রতিষ্ঠাতা সাবরিনা সুলতানা ফ্লোরা জানান, আগামী মাসে সবজিসহ বিভিন্ন পণ্যের ফ্রি ভাসমান মার্কেট করা হবে। এ ছাড়া ফ্রিতে চিকিৎসাসেবা দেওয়ার কথাও ভাবছেন বলে জানান তিনি।