সিইউডিএস প্রথমবার আয়োজন করছে আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (সিইউডিএস) প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতা ‘CU International Debate Fest 2021’। দেশের ও দেশের বাইরে প্রতিটি জায়গায় যুক্তিভিত্তিক চিন্তাচেতনা পৌঁছে দেওয়াই এবারের আয়োজনের লক্ষ্য। ১৭ ও ১৮ এপ্রিল অনলাইন প্ল্যাটফর্মে টুর্নামেন্টটি আয়োজিত হচ্ছে। এই অনলাইন প্রতিযোগিতাটি ডিস্কর্ড ও জুম সার্ভারের মাধ্যমে প্রত্যেক রাউন্ডের ডিবেট পরিচালনা করা হবে এবং ফলাফল প্রদান করা হবে।
বিশ্বে অগণিত বিষয়ের পরিবর্তন হচ্ছে, বিতার্কিকদের ও পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে বিতর্কের বিষয়ের পরিবর্তন করতে হয়। এই পরিবর্তনশীল বিষয়গুলোকে যুক্তিভিত্তিক চিন্তাশীল ব্যক্তিদের দ্বারা সমালোচনার সৃষ্টি করে সমাজের প্রয়োজনীয় সমাধান করাই আমাদের প্রচেষ্টা। চিটাগাং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি ১৯৯৬ সাল থেকে যুক্তিভিত্তিক চিন্তাশীল ব্যক্তিদের প্ল্যাটফর্ম প্রদান করে আসছে যুক্তি উপস্থাপন করার জন্য। ‘CU International Debate Fest 2021’–এর মাধ্যমে সুযোগ প্রদান করা হবে বিতার্কিকদের সমাজের উপযোগী পরিবর্তন করা এবং এই পরিবর্তনের অংশ হওয়ার জন্য।
সারা দেশের ও দেশের বাইরের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ৪৮টি দলের অংশগ্রহণে ব্রিটিশ পার্লামেন্টারি ধারায় আয়োজন করা হবে এবারের বিতর্ক প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার বিচারক হিসেবে পর্যালোচনায় থাকছেন সাতজন স্বনামধন্য সাবেক বিতার্কিক, টুর্নামেন্টের সাতটি রাউন্ডের প্রথম চারটি রাউন্ডের পর দুটি ক্যাটাগরিতে পরবর্তী পর্যায়ে উত্তীর্ণদের নাম ঘোষণা করা হবে।
বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিচারক হিসেবে মালয়েশিয়া থেকে ‘Banun Sabri’ ও ‘Revan Lim Tai-Jie’, সাউথ আফ্রিকা থেকে ‘Eric Kazadi’, ফিলিপাইন থেকে ‘Kyle Go’, জাপান থেকে ‘Ryosuke Yoshida’ এবং বাংলাদেশ থেকে থাকছেন ‘Adhara Ayndrila’ ও ‘Ahmad Tousif Jami’। তা ছাড়া ও ইকুইটি প্যানেল হিসেবে থাকছেন নেপাল ও ইন্ডিয়া থেকে ‘Apratim shrivastav’ ও ‘Shruti Dev’। এবারের আয়োজনে বাংলাদেশসহ ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, যুক্তরাজ্য ও জিম্বাবুয়ে থেকে বিভিন্ন বিতার্কিক দল অংশ নিয়েছে।
অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত প্রতিযোগিতার প্রথম দিনে আজ বিতর্ক শুরু হয় সকাল সাড়ে নয়টা থেকে। দিনব্যাপী ডিবেট শেষে পরবর্তী পর্যায়ে উত্তীর্ণদের নাম ঘোষণা করা হবে রাত আটটায়। ডিবেটের দ্বিতীয় দিন রিপোর্টিং সময় সকাল ১০টায়, ডিবেট শুরু হবে সকাল সাড়ে ১০টায়। রাত ৯টায় শুরু হবে সমাপনী অনুষ্ঠান। এরই মাধ্যমে বিজয়ী দলকে দুই ক্যাটাগরি থেকেই ওপেন চ্যাম্পিয়ন টিমকে ১২০ মার্কিন ডলার ও নবিশ চ্যাম্পিয়ন টিমকে ৮০ মার্কিন ডলার প্রদান করা হবে।
চিটাগাং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি সভাপতি আবদুল্লাহ আল আস্আদ জানান, ‘CU International Debate Fest 2021’–এর পৃষ্ঠপোষক হিসেবে আছে এশিয়ান গ্রুপ। আয়োজনের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন সিইউডিএসের সাধারণ সম্পাদক মরিয়ম জাহান সায়মা। তা ছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে থাকছেন সংগঠনের যুগ্ম সম্পাদক হাসিব খান, সাংগঠনিক সম্পাদক জান্নাতুল নাইম পৃথা, ইভেন্ট ও লজিস্টিক সম্পাদক অর্জন ত্রিপুরা।