সাতক্ষীরায় রেললাইন কি শুধুই স্বপ্ন

প্রতীকী ছবি

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্ত জেলা সাতক্ষীরায় প্রায় ২৫ লাখ মানুষের বাস। সাতক্ষীরা সদর, দেবহাটা, কালীগঞ্জ, শ্যামনগর, কলোরোয়া, বাগআচড়া, জামতলা, নাভারণ প্রভৃতি অঞ্চল থেকে মাছ, আম, মিষ্টি, বনজ সম্পদ, সাদা সোনা হিসেবে পরিচিত চিংড়ি, ভারত-বাংলাদেশ আমদানি-রপ্তানি (ভোমরা স্থলবন্দর থেকে জাতীয় রাজস্ব প্রদান) বাণিজ্য এবং পর্যটনকেন্দ্রের জন্য ম্যানগ্রোভ সুন্দরবন বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ।

রেললাইন না থাকায় এ যোগাযোগমাধ্যমে মানুষ অল্প সময়ে অল্প খরচে ঢাকা-সাতক্ষীরা, সাতক্ষীরা-ঢাকা, সাতক্ষীরা-নাভারণ পণ্য পরিবহন ও ঝুঁকিমুক্তভাবে দেশের বিভিন্ন আন্তজেলাগুলোতে চলাচল করতে পারছে না।

সাতক্ষীরা জেলায় রেললাইন নির্মাণ হলে সুন্দরবনের অপরূপ সৌন্দর্য্য উপভোগ করা সাধারণ মানুষের জন্য ভ্রমণ হবে আরামদায়ক ও নিরাপদ। পণ্য পরিবহন হবে সাশ্রয়ী। ব্যবসা-বাণিজ্যে ও যোগাযোগের ক্ষেত্রে খুলে যাবে সম্ভাবনার নবদিগন্ত। ফলে মানুষের ভোগান্তি কমে আসবে।

তখন এ জেলার মানুষ হতাশা কাটিয়ে আশায় বুক বাঁধতে শুরু করবে এবং সাধারণ মানুষের মধ্যে আশার সঞ্চার হবে। সাতক্ষীরার মানুষের ভোগান্তি লাঘবের জন্য দ্রুতগতিতে রেললাইন স্থাপনের জন্য কর্তৃপক্ষের সুনজর কামনা করছি।
লেখক: সুরাইয়া ইয়াসমিন তিথি, শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।