শ্যামনগরে ই-লার্নিং প্রোগ্রাম শুরু
শ্যামনগরের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা পেল ই-লার্নিং সুবিধা। স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ারস অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশের (ভাব, বাংলাদেশ) উদ্যোগে সাতক্ষীরার শ্যামনগরের তিনটি মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মধে৵ ই-লার্নিং প্রোগ্রামে ট্যাব বিতরণ করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে ই-লার্নিং প্রোগ্রামের উদ্বোধন করেন সাতক্ষীরা-৪ আসনের সাংসদ এস এম জগলুল হায়দার।
গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সভাপতি হিসেবে ভাব বাংলাদেশের ই-লার্নিং প্রোগ্রামের আওতায় কাঁঠালবাড়িয়া এ জি মাধ্যমিক বিদ্যালয়, হেঞ্চি বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয় ও রমজাননগর ইউনিয়ন তোফাজ্জেল বিদ্যাপীঠের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মধে৵ লার্নিং কনটেন্ট, মনিটরিং সিস্টেমসহ ৩২টি ট্যাব বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম আবুজর গিফারীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শহীদুল্লাহ, ভাব বাংলাদেশের ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর এম এ আলিম খান। এ সময় আরও উপস্থিত ছিলেন কাঁঠালবাড়িয়া এ জি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজাহারুল ইসলাম, রমজাননগর ইউনিয়ন তোফাজ্জেল বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শেখ মতিউর রহমান ও হেঞ্চি বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক এ বি এম লুৎফুল আলম, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি মোস্তফা কামাল ও শ্যামনগর উপজেলা রিপোটা৴রস ক্লাবের সহসভাপতি আবদুল আলিম প্রমুখ।
ভাব বাংলাদেশের দেওয়া ট্যাব শিক্ষার্থীরা শুধু পড়াশোনার কাজে ব্যবহার করতে পারবে। এই ট্যাবে ফেসবুক, মেসেঞ্জার ও ইউটিউব ব্যবহার করা যাবে না। সংস্থাটি পাইলট প্রকল্প হিসেবে দেশের ৫টি জেলার ৯টি মাধ্যমিক বিদ্যালয়ে ই-লার্নিং প্রোগ্রাম শুরু করেছে।