শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে ইবিতে মানববন্ধন

ছবি: লেখক

অবিলম্বে হল ও ক্যাম্পাস খুলে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করার দাবিতে মানববন্ধন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের ‘ক্যাম্পাস খুলে দাও’, ‘এক দফা এক দাবি, ক্যাম্পাস খোলা চাই’, ‘আজকে হল খুলে দিবি’, ‘শিক্ষকেরা ভিতরে, আমরা কেন বাহিরে?’ নানা স্লোগান দিতে দেখা যায়।
মানববন্ধনে পরিসংখ্যান বিভাগের শাহাদাত হোসেন রাজীমের সঞ্চালনায় মুস্তাফিজ রহমান, নাজমুল মোল্লা, শ্যামলী তানজিন অনু প্রমুখ বক্তব্য দেন। বক্তারা দ্রুত ক্যাম্পাস ও হল খুলে দিয়ে স্বাস্থ্যবিধি মেনে পাঠদান কার্যক্রম স্বাভাবিককরণ, সশরীরে পরীক্ষা গ্রহণ, স্থগিত হওয়া পরীক্ষাগুলো দ্রুত সময়ের মধ্যে গ্রহণ করার আহ্বান জানান।

আন্দোলনকারীরা বলেন, শিক্ষা মন্ত্রণালয় বারবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আশ্বাসই দিয়ে যাচ্ছে। অথচ শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় সবকিছু স্বাভাবিক নিয়মে চলছে। অনলাইন ক্লাসে অনেক শিক্ষার্থীই অংশগ্রহণ করতে পারেননি। অনলাইনে পরীক্ষা নিলে অনেক শিক্ষার্থী ইন্টারনেটের মন্থর গতিসহ নানা কারণে বিপাকে পড়বেন।

উল্লেখ্য, পূর্বের ঘোষণা অনুযায়ী আজ সোমবার থেকে বিশ্ববিদ্যালয় খোলার কথা থাকলেও ২৯ মে পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছে।