লালমনিরহাটের ৩১০ পরিবারের পাশে দাঁড়ালেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসার পক্ষে লালমনিরহাটের হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলায় করোনায় বিপর্যস্ত অসহায় ৩১০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে
ছবি: বিজ্ঞপ্তি

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা লালমনিরহাটের হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলায় করোনায় বিপর্যস্ত অসহায় ৩১০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছেন। গতকাল শুক্র ও আজ শনিবার তাঁর পক্ষে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বিতরণে সহায়তা করছেন আলোকিত বাংলাদেশ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকেরা। তাঁরা বাড়ি বাড়ি গিয়ে অসহায় মানুষকে খাবার পৌঁছে দিয়েছেন।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা
ছবি: বিজ্ঞপ্তি

রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, ‘আলোকিত বাংলাদেশ ফাউন্ডেশনের মাধ্যমে দুস্থ মানুষের পাশে দাঁড়াতে পেরে আমি মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। দেশে বিরাজমান করোনা পরিস্থিতিতে দেশের গরিব ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য সব সামর্থ্যবান নাগরিককে এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি।’
করোনাকালে ও বিগত ঈদগুলোয় মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা চার হাজারের অধিক অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন। বিজ্ঞপ্তি