লালমনিরহাটে ‘আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন’–এর শীতবস্ত্র বিতরণ

‘আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন’ এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ সালের প্রাক্তন ছাত্রছাত্রীদের দ্বারা পরিচালিত একটি অলাভজনক প্রতিষ্ঠান। মানবকল্যাণে গ্রুপের পিছিয়ে পড়া সদস্য ছাড়াও সমাজের অবহেলিত মানুষের জন্য কাজ করাই ফাউন্ডেশনের অন্যতম লক্ষ্য। ধারাবাহিক সামাজিক কাজের অংশ হিসেবে গত বছরের শেষ দিনে (৩১ ডিসেম্বর) লালমনিরহাটের হাতিবান্ধার পূর্ব সির্ন্ধুনার আবদুল করিমের চাতাল প্রাঙ্গণে অসহায় পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ ছাড়া একই দিন বিকেলে লালমনিরহাটের কালীগঞ্জে কালীগঞ্জ প্রতিবন্ধী বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রতিবন্ধী ও শারীরিক প্রতিবন্ধিত্বের শিকার দুই শতাধিক শিশুর মধ্যে শীতবস্ত্র, নতুন পোশাক বিতরণ ছাড়াও ‘ক্ষুদ্র প্রয়াসে পাশে আছি’ স্লোগানে খাবার বিতরণ করা হয়। এতে আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন গ্রুপের ঢাকা, রংপুর, দিনাজপুর, নীলফামারী ও লালমনিরহাটের ১৫ জন স্বেচ্ছাসেবী ছাড়াও হাতীবান্ধা ও কালীগঞ্জের স্থানীয় ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

‘আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন’ ২০১৯ সালের ৫ সেপ্টেম্বর যৌথ মূলধনি কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তর হতে নিবন্ধিত হয়। ফেসবুকভিত্তিক গ্রুপ ‘এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ (আমরাই কিংবদন্তী)’ ২০১৭ সালের ১৫ নভেম্বরে যাত্রা শুরু করে। এ গ্রুপের বর্তমান সদস্যসংখ্যা প্রায় ৪৪ হাজার।

এ গ্রুপ সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন সামাজিক কাজে নিজেদের নিয়োজিত রেখেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কোভিড-১৯–এ ফ্রি অক্সিজেন ব্যাংক কার্যক্রম, দেশজুড়ে পরিচ্ছন্নতা ও জনসচেতনতা, প্রতিবন্ধী শিশুদের সহায়তা, ফ্রি হেলথ ক্যাম্প, অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ, নিত্যপ্রয়োজনীয় জিনিস সরবরাহ ও ধারাবাহিক খাবার বিতরণ, বৃদ্ধাশ্রমে চিকিৎসা ও খাবার সরবরাহ, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত সদস্যদের আর্থিক সহায়তা, রক্তদান কর্মসূচিসহ বিবিধ কার্যক্রম। বিজ্ঞপ্তি