আমেরিকা ও রাশিয়ার মধ্যকার সমস্যায় বলির পাঁঠা ইউক্রেন

রাশিয়া–ইউক্রেন যুদ্ধ
ফাইল ছবি: এএফপি

মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সদর দপ্তরের মূল ভবনের গোপন রুমে একটি বৈঠক হয় সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার আর সিআইএর প্রধানসহ অন্যান্য গোয়েন্দা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে। অত্যাধুনিক ওই রুমে বসে তাঁরা আলোচনা করেছিলেন, কীভাবে সোভিয়েতের শক্তি কমিয়ে দেওয়া যায়। তৎকালীন সময়ে আফগানিস্তানের অভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় রাখতে সোভিয়েত সেনাবাহিনীর সঙ্গে একটি চুক্তি হয়। জিমি কার্টার সোভিয়েত সরকারপ্রধানকে একটি চিঠি লিখেছিলেন, ‘আফগানে আপনাদের সেনাদের উপস্থিতি ও হামলা অমানবিক (চিঠির ভাষা এ রকম ছিল)। সোভিয়েত প্রধান জবাব দিয়েছিলেন, ‘এটা আমাদের মধ্যকার চুক্তির ব্যাপার। এখানে তৃতীয় কোনো দেশের নাক না গলানোই ভালো।’

চিঠির জবাবে অত্যন্ত অপমানিত বোধ করেন কার্টার। তিনি সুযোগ খুঁজতে থাকেন, কীভাবে আফগানে সোভিয়েতকে ঘায়েল করা যায়। ওই সময়ে দখলদার সোভিয়েত ও আফগান সরকারি বাহিনীর বিপরীতে যুদ্ধ ঘোষণা করে আফগান মুজাহিদ বাহিনী। কার্টার এ সুযোগ হাতছাড়া করেননি। তিনি সোভিয়েতবিরোধী মুজাহিদ বাহিনীকে কাজে লাগানোর মোক্ষম সুযোগ গ্রহণ করেন। পাকিস্তানের জিয়া সরকারের সঙ্গে আলোচনায় বসে কার্টার প্রশাসন। আলোচনায় সিদ্ধান্ত হয়, পাকিস্তান-যুক্তরাষ্ট্র একজোট হয়ে সোভিয়েতবিরোধী অপারেশনে মুজাহিদ বাহিনীকে সাহায্য করবে। এমনকি সিআইএর সঙ্গে পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই জোট হয়ে বিভিন্ন গোপন অপারেশন সম্পন্ন করে এবং তথ্য উদ্‌ঘাটন করে।

পাকিস্তানের জিয়া সরকারও এটাকে পারমাণবিক অস্ত্র প্রস্তুত করার সুবর্ণ সুযোগ মনে করে। এমনকি গোপনে জিমি কার্টারের অনুমতিও লাভ করে। সোভিয়েতবিরোধী মুজাহিদ বাহিনীকে যুক্তরাষ্ট্র সামরিক ও অর্থনৈতিক সহায়তা দিয়ে পাকিস্তানের মাধ্যমে প্রশিক্ষণ দিতে থাকে। আইএসআই এ ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে। মুসলিম বিশ্বে আফগানে সোভিয়েতবিরোধী জনমত গঠন করার কাজও করে যুক্তরাষ্ট্র। তখন মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ সরাসরি মুজাহিদ বাহিনীকে সহায়তা করার জন্য রাজি হয়ে যায়।

এমনকি চীনকেও কৌশলে বাগে এনে সোভিয়েত বাহিনীকে মুজাহিদ বাহিনী দিয়ে কোণঠাসা করে যুক্তরাষ্ট্র। এত সব কৌশল ও ফন্দি আঁটে সিআইএর প্রধানের কথা অনুযায়ী। কারণ, সিআইএর প্রধান বলেছিলেন, ভিয়েতনামের মতো ভুল তাঁরা আফগানে করতে চান না। তাই কৌশলে নিজেদের সরাসরি উপস্থিতি বাদ দিয়ে মুজাহিদ বাহিনীকে যুদ্ধের জন্য সর্বোচ্চ সহযোগিতা করেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী জিয়াউল হকও সুযোগ বুঝে নিজদের স্বার্থ হাসিল করে নেন। ওই সময় যুক্তরাষ্ট্র ৪০০ মিলিয়ন ডলার দিয়ে সাহায্য করতে চাইলে জিয়া বলেছিলেন, এটা যথেষ্ট নয়। যেহেতু জিয়াকে ওই সময় যুক্তরাষ্ট্রের জরুরি প্রয়োজন, তাই সাহায্যের পরিমাণ আরও বাড়ানো হয়েছিল। সোভিয়েতের বিরুদ্ধে মুজাহিদ বাহিনী দিয়ে সর্বাত্মক প্রতিরোধ ও আক্রমণ করাতে পেরেছিল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের লক্ষ্য ছিল, যতভাবে পারা যায় সোভিয়েতকে ক্ষয়িষ্ণু করা।

সামরিক, আর্থিক, মানসিক—সবদিক দিয়ে সোভিয়েতকে ক্লান্ত বানিয়ে ঘরে ফিরিয়ে দিয়েছিল যুক্তরাষ্ট্র। ১৯৭৯ সালের ২৪ ডিসেম্বর আফগানিস্তানে সোভিয়েত সৈন্য প্রবেশ করানোর মধ্য দিয়ে এ যুদ্ধ আরম্ভ হয়, আর ১৯৮৯ সালের ১৫ ফেব্রুয়ারি আফগানিস্তান থেকে সর্বশেষ সোভিয়েত সৈন্য প্রত্যাহারের মধ্য দিয়ে যুদ্ধের সমাপ্তি ঘটে। সোভিয়েত চরম ক্ষতিগ্রস্ত হয়েছিল, এটা বলার অপেক্ষা রাখে না। সেই সঙ্গে সে যুদ্ধে ৬ থেকে ২০ লাখ আফগান প্রাণ হারায়, যাদের অধিকাংশই ছিল বেসামরিক নাগরিক।

সম্প্রতি ইউক্রেন ইস্যুতেও তৎকালীন আফগানে যে কৌশল গ্রহণ করেছিল যুক্তরাষ্ট্র, সেটিই করেছে। যুক্তরাষ্ট্রের মূল টার্গেট রাশিয়াকে ক্ষয়িষ্ণু করা। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার সমস্যায় ইউক্রেন বলির পাঁঠামাত্র। আমরা দেখেছি, যুক্তরাষ্ট্র বিভিন্ন উত্তেজনাপূর্ণ বাক্য ব্যবহার করে রাশিয়াকে মাঠে নামালেও ইউক্রেনে কোনো সৈন্য পাঠিয়ে তাদের মোকাবিলা করছে না। যুদ্ধে রাশিয়ার অর্থনৈতিক, সামরিক ও বাণিজ্যিক ক্ষতি হোক, এটাই চায় যুক্তরাষ্ট্র। বিশ্বে একক পরাশক্তি হিসেবে যুক্তরাষ্ট্র নিজেদের অবস্থান ধরে রাখতে যেকোনো কৌশল গ্রহণ করে। এমনও হতে পারে, রাশিয়ার অবস্থা যখন আরও দুর্বল হবে, তখন যুক্তরাষ্ট্র ও তার জোট মিলিয়ে সশস্ত্র আক্রমণ করবে রাশিয়ার ওপর।

আন্তর্জাতিক রাজনীতিতে পাকা খেলোয়াড় যুক্তরাষ্ট্র। আমরা জানি, সামরিক শক্তিতে রাশিয়া যুক্তরাষ্ট্রের কিছুটা ওপরে থাকলেও অর্থনৈতিকভাবে কম শক্তিশালী। এ ছাড়া যুক্তরাষ্ট্রের কৌশল হলো বিশ্বের বুকে সবচেয়ে ধূর্ত কৌশল। এরা এতটা হালকা না যে রাশিয়া ও চীন তাদের ওপর খবরদারি করবে। এ ছাড়া অস্ত্রের ঝনঝনানি বাদে অন্য দিকে তো রাশিয়া কোণঠাসা। যুক্তরাষ্ট্রের মূল উদ্দেশ্য রাশিয়াকে দুর্বল করা।

লেখক: মো. শফিকুল ইসলাম নিয়ামত, শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়