মানুষের পাশে রাজশাহী ক্যাডেটের সাবেক সদস্যরা
রাজশাহী ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটরা করোনায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। তাঁদের সংগৃহীত জাকাত ও সদকা থেকে লালমনিরহাটের হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলায় করোনায় বিপর্যস্ত অসহায় ২৫০টি পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ ও লবণ। সাহায্য বিতরণে সহায়তা করেছেন আলোকিত বাংলাদেশ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকেরা। তাঁরা বাড়ি বাড়ি গিয়ে অসহায় মানুষদের খাবার পৌঁছে দিয়েছেন।
রাজশাহী ক্যাডেট কলেজের প্রাক্তন ছাত্র ও আলোকিত বাংলাদেশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ইফতেখার হোসেন বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।
অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য রাজশাহী ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ইফতেখার হোসেন বলেন, ‘দেশপ্রেমে উদ্বুদ্ধ প্রাক্তন ক্যাডেটরা দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগ ও মহামারিতে অসহায় মানুষের পাশে দাঁড়ান। এবারও তাঁরা মানুষের সাহায্যে এগিয়ে এলেন। এই কঠিন দুঃসময়ে আমাদের মতো সব সামর্থ্যবানের এগিয়ে আসা উচিত।’
উল্লেখ্য যে করোনাকালে আলোকিত বাংলাদেশ ফাউন্ডেশন চার হাজারের অধিক অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে।