মন নাই মনের মাঝে

অলংকরণ: মাসুক হেলাল

গত দেড় বছর এক দিনও বাড়িতে হয়নি থাকা
আজকাল বন্ধু-বান্ধব, সহকর্মী বাড়িতে থাকছেন।
বহুদিনের অভ্যাসমতো উঠে পড়ি ভোরবেলায়
পত্রিকা অফিসের কাজ, সেখানে ছুটি কি থাকে!

২৫ বছর পার হয়ে যায় কাগজপত্রের ভিড়ে
নেশাগ্রস্ত মানুষের মতো সংবাদ দেখি, পড়ি,
অপঘাতের মৃত্যুর সংবাদ বিজ্ঞাপনের ভিড়ে, না হেডনিউজ
চটজলদি তরুণ-তরুণী সহকর্মীদের দিকে চোখ রাখি।

সারা বেলা, সারা দিন, নানা সংবাদের ভিড়ে
মন নাই মনের মাঝে, প্রীতিময় স্বজন হারাই প্রতিদিন,
প্রতিদিন রমণীর রমণীয় রূপ হারায় কৃপণের শানে
দেশে দেশে যুদ্ধ, শিশুর খেলনা বন্দুকের পড়ন্ত খোসা,

শিশুরা অস্ত্র, মাইন, নেশার পুটলি বহনের বাহক।
আর ক্ষমতার বাহক পরিকল্পনার নেতা নিরাপদে,
কাগজে বহু লেখা তার পুড়েছে যুদ্ধের দাবানলে
তরুণ বয়সে পেশা ছিল ভিন্ন, লেখা ছিল নেশা।

আজকাল তরুণ সহকর্মীরা নিয়েছে ভার,
আমার জন্য চিন্তিত, রয়েছে ইন্টারনেট জুম,
ইন্টারনেটে সব সকল সংবাদ অবিরত...
ইন্টারনেটে নাই রক্তঝরা জীবনের ঘ্রাণ,

ইন্টারনেটে টান ছুড়ে, নেই কাগজের গন্ধ
তরুণ-তরুণী, সহকর্মীদের দীপ্ত চোখে রাখি চোখ।
উদ্দীপ্ত মন ধরে কলম, রাখি হাত কাগজের পাতায়
মন নাই মনের মাঝে, কাগজের পাতা ভরে ওঠে
কালো কালিতে, মন নাই মনের মাঝে।