‘ব্লাড ডোনার কমিউনিটি’ ও ‘রক্তযোদ্ধা পরিষদ বাংলাদেশ’–এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী
‘ব্লাড ডোনার কমিউনিটি’ ও ‘রক্তযোদ্ধা পরিষদ বাংলাদেশ’–এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা আয়োজন করা হয়েছিল ১৭ সেপ্টেম্বর। পথশিশু ও বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, বিনা মূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়।
পেবলস ট্রেড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম মামুন উর রশীদের সভাপতিত্বে এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান মো. রুহুল আমিন।
উল্লেখ্য, ‘ব্লাড ডোনার কমিউনিটি’–এর সদস্যসংখ্যা ১২ হাজার ৩৩৮ জন এবং ‘রক্তযোদ্ধা পরিষদ বাংলাদেশ’–এর সদস্যসংখ্যা ৬ হাজার ১৩ জন। বিজ্ঞপ্তি