বিমানবন্দর আবার চালু হওয়ার জন্য ঠাকুরগাঁওবাসীর পাশে থাকবেন রেলমন্ত্রী

ঢাকার ঠাকুরগাঁও জেলা সমিতির আয়োজনে ‘ঠাকুরগাঁও জেলার উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দিচ্ছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম
ছবি: সংগৃহীত

‘আমি ঠাকুরগাঁও সরকারি কলেজে পড়াশোনা করেছি। এখানে যে বিমানবন্দরটি ছিল, সেটা দিয়ে কতবার যাওয়া–আসা করেছি। এখন বিমানবন্দরটি পড়ে আছে। নতুন নতুন বিমানবন্দর হচ্ছে। ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের মানুষের দাবি, এই বিমানবন্দর আবার চালু করা হোক। এই দাবিতে ঠাকুরগাঁওবাসীর সঙ্গে আমিও থাকব।’

গতকাল বুধবার রাজধানীর ফ্যামিলি ওয়ার্ল্ড গ্র্যান্ড হলে ঢাকার ঠাকুরগাঁও জেলা সমিতির আয়োজনে ‘ঠাকুরগাঁও জেলার উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রেলমন্ত্রী নূরুল ইসলাম এসব কথা বলেন।

সমিতির সভাপতি সারোয়ার মাহমুদের সভাপতিত্বে রেলমন্ত্রী আরও বলেন, ‘পঞ্চগড় এবং ঠাকুরগাঁও জেলার প্রয়োজনীয়তা প্রায় একই রকম। এগুলোর মধ্যে আন্তঃনগর ট্রেন চলাচলসহ বেশ কিছু দাবি পূরণ করেছি। কিছু বিষয় প্রক্রিয়াধীন। ঠাকুরগাঁও বিমানবন্দরসহ কিছু সময়োপযোগী প্রকল্প গ্রহণ করে এই দুই জেলার আরও উন্নয়ন করা প্রয়োজন।’

সভায় বক্তব৵ দেন সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার আলী, পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহবুবুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল ওমর ফারুক, সাবেক জেলা ও দায়েরা জজ লুতফা বেগম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর উস সাদিক।

আলোচনা সভা সঞ্চালনা করেন স্পেশাল ব্রাঞ্চের পুলিশ সুপার নজরুল ইসলাম। এ সময় বক্তারা ঠাকুরগাঁও জেলার বিভিন্ন সমস্যা এবং সম্ভাবনা তুলে ধরেন এবং জেলার উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভা ও ইফতার মাহফিলে ব্রিগেডিয়ার মিজানুর রহমান, কর্নেল সোহেল রানা, উপসচিব তৌফিক ইমাম লাবণ্য, উপসচিব আবদুল আওয়াল, ব্যাংকার চয়নুল হক, জিল্লুর রহমান, কল্লোল, সাত্তার গ্রুপের সিইও মাসুম সাদিক, নিউ ভিশন গ্রুপের পরিচালক বেলাল হোসাইন, ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হুদা শাহ, নারী নেত্রী ডেনিশ ইসলাম, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মারুফ হাসান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হাফিজুর রহমান, স্বপ্ন ’৭১ প্রকাশনের প্রকাশক ও সম্পাদক আবু সাঈদসহ ঠাকুরগাঁও জেলার বিভিন্ন শ্রেণি–পেশার তিন শতাধিক মানুষ অংশ নেন।