প্রকৃতির এক অনবদ্য কাব্য শিমুল বাগান
টকটকে লাল শিমুল ফুলের রক্তিম আভা। বসন্তের এই সময় হাজারো ফুল আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত সুনামগঞ্জের তাহিরপুরের শিমুল বাগানে। বাগানটি করেছেন তাহিরপুরের বাদাঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন।
২০০২ সালে নিজের প্রায় ২ হাজার ৪০০ শতক জমিতে শিমুলগাছ রোপণের উদ্যোগ নেন। তিনি তিন হাজার শিমুলগাছ রোপণ করেন, যা এখন বাগানে পরিণত হয়েছে। যাদুকাটা নদীর তীরে ঘেঁষে গড়ে ওঠা এই শিমুল বাগানই দেশের সবচেয়ে বড় শিমুল বাগান।
ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই পুরো এলাকাজুড়ে টকটকে লাল শিমুল ফুল দেখা যায়। পুরো এলাকায় যেন রক্তিম আভা। ওপারে ভারতের মেঘালয় পাহাড়, মাঝে যাদুকাটা নদী, এপারে শিমুল বাগান। সব মিলেমিশে গড়ে তুলেছে প্রকৃতির এক অনবদ্য কাব্য।
শিমুল বাগান দেখতে আসা পর্যটকদের ভাষ্য, নদী-পাহাড়ের মিতালিতে এই শিমুল বাগান দুনিয়ার কোথাও আছে কি না, জানা নেই। এখানে এলে যে কারোর মন ভালো হয়ে যাবে। তবে বাগানের পরিচর্যা প্রয়োজন। বাগানটি বাংলাদেশের গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান হিসেবে অবদান রাখবে।