‘পাবলিকিয়ান শরীয়তপুর’–এর ঈদ পুনর্মিলনীতে ফিলিস্তিনে নৃশংস হত্যার প্রতিবাদ
শরীয়তপুরের পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন ‘পাবলিকিয়ান শরীয়তপুর’–এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বেলা ১১টায় ভোজনবাড়ি রেস্তোরাঁয় আনন্দময় পরিবেশে ঈদ পুনর্মিলনী আয়োজন দিনব্যাপী বিভিন্ন পর্বে অনুষ্ঠিত হয়েছে। ঈদ পুনর্মিলনীতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
প্রথম পর্বে নিজ নিজ পরিচয় প্রদানের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। পরে আলোচনা সভা, লাঞ্চ, ফিলিস্তিনের পক্ষে মানববন্ধন, কুইজ, প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠান শেষ হয়।
শফিকুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তারা শরীয়তপুরের শিক্ষার মান উন্নয়নে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। শরীয়তপুরকে কীভাবে অদূর ভবিষ্যতে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়; আগামীর প্রজন্মকে শরীয়তপুরকে ধারণ করার আহ্বান জানান।
ঈদ পুনর্মিলনীতে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শরীয়তপুরের শিক্ষার্থীদের সংগঠন কীর্তিনাশার সাধারণ সম্পাদক মনির হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রকল্যাণ সমিতির সভাপতি কামরুল হাসান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ইবনে মনির, বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রকল্যাণ সমিতির সভাপতি সুজন মিয়া, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক সুমন মিয়া।
আয়োজকদের মধ্যে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাহফুজ ঢালি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবদুর রহমান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের পল্লব আহমেদ সিয়াম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শরীফ মাহমুদ প্রমুখ।
পরে পাবলিকিয়ান শরীয়তপুরের পক্ষ থেকে ইসরায়েলের নৃশংস হামলার প্রতিবাদ জানিয়ে ফিলিস্তিনের পক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা ইসরায়েলের নৃশংস হামলার কঠোর সমালোচনা করেন।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মধ্য এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রীতি ফুটবল ম্যাচে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৩-১ গোলে জয় পেয়েছে। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয় মাহবুব আলম। প্রীতি ম্যাচটি পরিচালনা করেন সুজন, সিয়াম ও আখতার। বিজয়ী দলকে পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে দিনব্যাপী স্বতঃস্ফূর্ত অনুষ্ঠানের ইতি টানা হয়।