নানা ধরনের পিঠার পসরা সাজিয়ে বসে আছেন এই দোকানি। কিছু কিছু মানুষের কাছে এটাই পিঠা উৎসব। মহাখালী, ঢাকা, ১১ জানুয়ারিছবি: নিলয় কুমার পাল
২ / ৮
নানা আয়োজনের মধ্য দিয়ে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) বিতর্কচর্চার সংগঠন ‘ডিবেটিং সোসাইটি অব এইচএসটিইউ’–এর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। ১১ জানুয়ারি টিএসসির সম্মুখে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ বিধান চন্দ্র হালদার। ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অতিথিরা সংগঠনের সদস্যদের সঙ্গে কেক কাটেনছবি: মো. মিরাজুল আল মিশকাত
৩ / ৮
শীতকালে সামুদ্রিক মাছ ও শুঁটকি প্রক্রিয়াজাতের কাজে সাগরপাড়ে শত শত নারী-পুরুষ শ্রমিক এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন। জীবন-জীবিকার তাগিদে দেশের বিভিন্ন স্থান থেকে ওই জেলে পরিবারগুলো ছুটে এসে অবস্থান নিয়েছে কক্সবাজার শহরের আশপাশের এলাকায়। শুঁটকি শুকানো শেষে প্রক্রিয়াজাত করে বিক্রির জন্য এভাবে প্যাকেটজাত করার পর অপেক্ষা করা হয় পাইকারি খরিদ্দারেরছবি: দেলোয়ার হোসেন
৪ / ৮
কুয়াশার চাদর ভেদ করে উঁকি দিচ্ছে সকালের সূর্য। ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া, ৬ জানুয়ারিছবি: মাহাদী হাসান
৫ / ৮
গরম ভুট্টা রাস্তার পাশে বিক্রি করছে এই কিশোর। চৌহাট্টা, সিলেট, ৬ জানুয়ারিছবি: দেলোয়ার হোসেন
৬ / ৮
দ্বিতীয়বারের মতো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী কুয়াশা উৎসব পালিত হলোছবি: নওসাদ আল সাইম
৭ / ৮
আকাশে অনেক দেরিতে দেখা মিলেছে সূর্যের। তুলনামূলক কুয়াশা কম হলেও হিমেল বাতাসে ভোগাচ্ছে মানুষকে। বিশেষ করে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ ঠান্ডায় স্বাভাবিক কাজের গতি হারিয়ে ফেলছেন। খানসামা, দিনাজপুর। ছবিটি সম্প্রতি তোলাছবি: ভুবন সেন
৮ / ৮
একটু ভালো ফলনের আশায় শেষ সময়ে কৃষকের আলুখেতে চলছে পরিচর্যা। ছবিটি সম্প্রতি নওগাঁ সদর থেকে তোলাছবি: ইউনুস আলী ফাইম