নীলফামারীতে আমরাই কিংবদন্তির শীতবস্ত্র, হুইলচেয়ার বিতরণ
‘আমরাই কিংবদন্তি ফাউন্ডেশন’ ধারাবাহিক সামাজিক কাজের অংশ হিসেবে গত শুক্রবার (১০ ডিসেম্বর) সকালে নীলফামারী সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে প্রায় এক হাজার অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে। এ সময় ফাউন্ডেশনের বিশেষ কার্যক্রম ‘প্রজেক্ট অবলম্বন’–এর আওতায় শারীরিকভাবে অক্ষম চারজনের মধ্যে হুইলচেয়ার ও স্বাবলম্বীকরণের লক্ষ্যে দুজন নারীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।
এ বিতরণকাজে নীলফামারীর স্থানীয় স্বেচ্ছাসেবীদের পাশাপাশি ফাউন্ডেশনের ঢাকা, দিনাজপুর, রংপুরের স্বেচ্ছাসেবীরা এবং স্থানীয় ব্যক্তিরা অংশগ্রহণ করেন। এ সময় তাঁরা কোভিড-১৯ মোকাবিলায় সামাজিক দূরত্ব ও মাস্ক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।
‘আমরাই কিংবদন্তি ফাউন্ডেশন’ এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ সালের প্রাক্তন ছাত্রছাত্রীদের পরিচালিত একটি অলাভজনক প্রতিষ্ঠান, যা মানবকল্যাণে কাজ করার প্রত্যয়ে এগিয়ে চলছে। ফেসবুকভিত্তিক গ্রুপটি ২০১৭ সালের ১৫ নভেম্বর থেকে যাত্রা শুরু করে। বর্তমানে সদস্যসংখ্যা প্রায় ৪৪ হাজার। বিজ্ঞপ্তি