মুকুলের পর আমের কড়া। কড়ায় কড়ায় ছেয়ে গেছে আমগাছ। এই কড়াগুলোই আমচাষির মুখের হাসি–আনন্দ; ছোট ছেলেমেয়েদের খেলার উপকরণ। ছবিটি গতকাল মঙ্গলবার নীলফামারী থেকে তোলাছবি: মো. সোয়াদুজ্জামান সোয়াদ
২ / ১৫
এই মা তাঁর আদরের পশু ছাগলের জন্য ধানখেতের আইল থেকে ঘাস সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন। আদমদীঘি, বগুড়া। ছবিটি সম্প্রতি তোলাছবি: নিলয় কুমার পাল
৩ / ১৫
সড়কটির বেশ কয়েকটি জায়গায় এমন করে ভেঙে গিয়ে মরণফাঁদ সৃষ্টি হয়েছে। অত্যন্ত ঝুঁকি নিয়ে এই সড়কে চলাচল করেন সাধারণ মানুষ। এরই মধ্যে কয়েকটি দুর্ঘটনাও ঘটেছে এখানে। পাশেই পুকুর থাকায় দুর্ঘটনার আশঙ্কা তুলনামূলক বেশি। এলাকাবাসী ও সড়ক ব্যবহারকারী সবার মধ্যেই সব সময় আতঙ্ক বিরাজ করছে। সড়কটি সংস্কার হওয়া জরুরি। ছবিটি সম্প্রতি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চান্দামারী মসজিদসংলগ্ন এলাকা থেকে তোলাছবি: শাহ মুহাম্মদ আবদুল্লাহ
৪ / ১৫
নিয়ামতপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া আখিরা নদীতে মাছ ধরছেন স্থানীয় বাসিন্দা। জেলেদের জীবিকা ও স্থানীয়দের আমিষের চাহিদা পূরণ ও কৃষিকাজ গতিশীল রাখার জন্য নদী সুরক্ষা রাখা অত্যন্ত প্রয়োজন। ছবিটি সম্প্রতি রংপুরের পীরগঞ্জ উপজেলার আখিরা নদীর পাড় থেকে তোলাছবি: মাসুদার রহমান
৫ / ১৫
ব্রাহ্মণবাড়িয়ার দীর্ঘতম বাঁশের সাঁকো এটি। সরাইল উপজেলার চেত্রা নদীর ওপর এই সাঁকোর দৈর্ঘ্য ৮০০ ফুট। প্রতিদিন ১০ গ্রামের মানুষ এই সাঁকো দিয়ে চলাচল করে। স্বাধীনতার পর থেকে বহু নেতা এই চেত্রা নদীর ওপর একটি পাকা সেতু করে দেবেন বলে আশ্বাস দিয়েছেন। ৫০ বছরেও কেউ কথা রাখেনিছবি: এম মনসুর আলী
৬ / ১৫
দুই পা অচল। তবু তিন চাকা নিয়ে পরিবারের মুখে অন্ন জোগানের আশায় পথে বের হয়েছেন তিনি। আদমদীঘি, বগুড়া, ৩ এপ্রিলছবি: নিলয় কুমার পাল
৭ / ১৫
জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। জীবনের শুরু কোথা থেকে সেটা দেখার প্রয়োজন নেই। হোক না সেটা বাগান না হয়ে ভাঙা কোনো প্রাচীরেই। তার ভবিষ্যৎ কেমন হবে সেটায় মুখ্য। গফরগাঁও, ময়মনসিংহ, ২ এপ্রিলছবি: তানভীর আহমেদ খান
৮ / ১৫
বইমেলায় ঝড়ের তাণ্ডব। গত রোববার সন্ধ্যায় ঝড়ের প্রথম থাবার কবলে পড়ে দেশ। অমর একুশে গ্রন্থমেলায় পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা থাকলেও ঝোড়ো হাওয়ায় কিছু কিছু স্টলের পর্দা ছিঁড়ে যায় এবং সরে যায়। এর ফলে অনেক স্টলের ভেতরে বৃষ্টির পানি ঢুকে পড়ে। বৃষ্টির ঝাপটায় বইয়ের ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়। ভিজে যায় শত শত বই। দুদিন রোদে শুকিয়ে ভেজা বইগুলো কিছুটা আগের অবস্থায় ফেরানোর চেষ্টা করেছেন স্টল মালিকেরা। গতকাল মঙ্গলবার বইমেলা প্রাঙ্গণ থেকে ছবিটি তোলাছবি: তুফান মাজহার খান
৯ / ১৫
যেখানে–সেখানে চিকিৎসাবর্জ্য ফেলায় হুমকির মুখে পড়ছে পরিবেশ ও জনস্বাস্থ্য। জীবিকার সন্ধানে টোকাই, কাকপক্ষী, আর গবাদিপশুর বিচরণ এসব বর্জ্যের ভাগাড়ে। এসব বর্জ্য থেকে মরণব্যাধি নানা রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কাসহ উৎকট গন্ধে পথচারীদের সীমাহীন দুর্ভোগ তো আছেই। ছবিটি ১ এপ্রিল রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালসংলগ্ন সড়ক থেকে তোলাছবি: রাব্বী হাসান
১০ / ১৫
সমুদ্রসৈকত ফাঁকা থাকায় প্রাণীদের অবাধ বিচরণ, প্রাণী আর প্রকৃতির অবিরাম ভালোবাসা বেচে থাকুক স্বাধীনতায়। প্রাণীরাও প্রকৃতির কাছাকাছি থাকতে চায়, আমরাই পারি তাদের সুযোগ করে দিতে। ছবিটি সেন্ট মার্টিনের দারুচিনি দ্বীপ থেকে তোলাছবি: আব্দুস সাত্তার
১১ / ১৫
মধু সংগ্রহে মৌমাছি। বগুড়ার আদমদীঘি থেকে ছবিটি সম্প্রতি তোলাছবি: নিলয় কুমার পাল
১২ / ১৫
এর নাম টাইম ফুল। প্রতিদিন একই সময়ে ফোটে, তাই এর নাম দেওয়া হয়েছে টাইম ফুল। এ যেন প্রকৃতির রূপে এক ক্ষণস্থায়ী মুক্তা। ছবিটি সম্প্রতি বগুড়া থেকে তোলাছবি: অধরা অথৈ বৃষ্টি
১৩ / ১৫
কোনো রকম স্বাস্থ্যবিধি না মেনেই চলছে টিসিবির খাদ্যসামগ্রীর বিকিকিনি। ক্রেতা-বিক্রেতা অধিকাংশেরই মুখে মাস্ক নেই। মানছেন না সামাজিক দূরত্ব। ছবিটি ২ এপ্রিল রংপুরের পার্কের মোড় থেকে তোলাছবি: রাব্বী হাসান
১৪ / ১৫
ব্যস্ত শহরের আনাগোনা। তার মধ্যে অন্যতম হলো যে নিউমার্কেটের দালানকোঠা। সৌন্দর্যমুখরিত নিউমার্কেটের সেই মসজিদের মিম্বার, যে মিম্বার থেকে সুমধুর আজানের প্রতিধ্বনি শোনা যায় নামাজের পূর্বমুহূর্তে। ছবিটি সম্প্রতি ঢাকা কলেজের নতুন ভবনের ছাদ থেকে তোলা। ছবি: মু সায়েম আহমাদ
১৫ / ১৫
প্রখর রোদে কলাপাতায় বসে শিকারের অপেক্ষায় ল্যাঞ্জা কসাই পাখি। সাতগড়া গ্রাম, পীরগঞ্জ, রংপুর, ৫ এপ্রিলছবি: মাসুদার রহমান