নাগরিক ছবি

১ / ১১
নিজের ঝুপড়িঘরের সামনে এই প্রবীণ নারী। ঝড়বৃষ্টি সামনে রেখে নিজের ঘর নিয়ে বেশ চিন্তিত তিনি। ছবিটি বগুড়া আদমদীঘি সান্তাহার জংশনের দক্ষিণ–পশ্চিম দিক থেকে ১ এপ্রিল তোলা
ছবি: ইউনুস আলী ফাইম
২ / ১১
যখন মোবাইল ছিল না, তখন এই ডাকহরকরা কখন আসবেন, সেই অপেক্ষায় মানুষ প্রহর গুনত। ডাকহরকরা রোদ, বৃষ্টি, ঝড় উপেক্ষা করে দিনরাত ক্লান্তহীন যোদ্ধার মতো ছুটে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দিতেন তাদের সুখ–দুঃখের মিশ্রিত কথাগুলো। সম্প্রতি ছবিটি তোলা হয়েছে কুষ্টিয়া শহরের নিশান মোড় থেকে
ছবি: হাসানুর রহমান
৩ / ১১
হাজার কষ্টের মধ্যেও মুখভরা হাসি নিয়ে তাদের জীবনযাপন। রংপুরের পীরগঞ্জ উপজেলা থেকে ছবিটি সম্প্রতি তোলা
ছবি: নিলয় কুমার পাল
৪ / ১১
পাটের আঁশ ছড়ানো। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পূর্ব নওদাবাস গ্রাম থেকে ছবিটি সম্প্রতি তোলা
ছবি: সৌরভ বর্মণ
৫ / ১১
যমুনা নদীর চরে শুকাতে দেওয়া হয়েছে লাল মরিচ। ছবিটি ১ এপ্রিল সকালে জামালপুরে ইসলামপুর উপজেলার যমুনার চর থেকে তোলা
ছবি: রকিব হাসান
৬ / ১১
ঝিনাইদহের শৈলকুপায় কলেজছাত্র মো. রোকনুজ্জামান হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। গত বুধবার সকালে স্কুল ও কলেজে ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রদের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। উপজেলার শেখপাড়া বাসস্ট্যান্ডে মানববন্ধন ও পরে এলাকাটির প্রধান সড়কে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। রোকনুজ্জামান কুষ্টিয়া ইসলামিয়া কলেজের বাণিজ্য বিভাগের শিক্ষার্থী ছিলেন। এবারের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী ছিলেন তিনি
ছবি: রানা আহামেদ
৭ / ১১
ক্যাম্পাসকে নান্দনিক করে তুলতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মহৎ প্রয়াস। একজন শিল্পী, তাঁর শিল্পকর্ম আর নান্দনিকতার ছড়াছড়ি। ছবিটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরের সামনে থেকে সম্প্রতি তোলা
ছবি: ইমরান ইমন
৮ / ১১
গ্রামবাংলার দাঁড়িয়াবান্ধা খেলায় মেতে থাকা কৈশোরের বিকেল। ময়মনসিংহের ত্রিশাল থেকে ছবিটি সম্প্রতি তোলা
ছবি: সৌরভ বর্মণ
৯ / ১১
ক্ষুদ্র জাতিসত্তার নারী শ্রমিক কাজ করছেন জমিতে। তবে সমান কাজ করলেও নারীরা মজুরি পান পুরুষের চেয়ে কম। অভাবের কারণে বাধ্য হয়ে প্রতিদিন কম মূল্যে শ্রম বিক্রি করেন তাঁরা। ছবিটি সম্প্রতি দিনাজপুরের সিংড়া ফরেস্ট এলাকা থেকে তোলা
ছবি: রাব্বী হাসান
১০ / ১১
কিষান-কিষানি গ্রামের পথে মাঠে যাচ্ছেন। তাঁদের যৌথ শ্রমে শক্তিশালী হচ্ছে গ্রামীণ অর্থনীতি। ছবিটি সম্প্রতি রংপুরের পীরগঞ্জ উপজেলার নখারপাড়া গ্রাম থেকে তোলা
ছবি: মাসুদার রহমান
১১ / ১১
গ্রামের মেঠো পথের দুই ধারে সবুজ ফসল। চারিদিকে সকালের কুয়াশার আবছা আভা। শেওরা, কেন্দুয়া, নেত্রকোনা। ছবিটি সম্প্রতি তোলা।
ছবি: ইমতিয়াজ হাসান রিফাত