নাগরিক ছবি

১ / ১২
গ্রামের মাটির আঁকাবাঁকা রাস্তা দেখতে দারুণ লাগে। কিন্তু কিছুদিন পরপর রাস্তার মাঝখানে গর্ত হয়ে যায় বা ভেঙে যায়। কোনো কোনো জায়গায় এসব ঠিক করার বা দেখার কেউ নেই। তাই স্থানীয় শিশুরা দল বেঁধে নিজেরাই আনন্দে মাটি কেটে রাস্তার গর্ত ও ভাঙা ভরাট করছে। আইড়মাড়ী, ইসলামপুর, জামালপুর, ২৫ মার্চ
ছবি: এস এম তাইয়্যেবুর রহমান
২ / ১২
২০২১ সালে এসেও পোস্ট অফিসের এ অবস্থা। পত্নীতলা, নওগাঁ, ২৫ মার্চ। ছবি: নিলয় কুমার পাল ৬২. অপরূপ সুন্দর গ্রামীণ দৃশ্য। কুড়িগ্রাম, রাজারহাট, ২৬ মার্চ। ছবি: শাহ মুহাম্মদ আবদুল্লাহ
৩ / ১২
সেন্ট মার্টিনে শামুক সংগ্রহ করে বস্তা ভরছেন এক বৃদ্ধ। এই শামুক বিক্রি করেই জীবিকা নির্বাহ করেন তিনি। সম্প্রতি সেন্ট মার্টিন থেকে ছবিটি তোলা
ছবি: শাকিল আহমেদ
৪ / ১২
গাছ ফাড়ার কাজটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ। এ কাজে সংশ্লিষ্ট শ্রমিকদের সুরক্ষার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে। প্রজাপাড়া, রংপুর, ২৫ মার্চ
ছবি: মাসুদার রহমান
৫ / ১২
সিলেট চৌহাট্টায় শহীদ শামসুদ্দীন বধ্যভূমিতে ২৫ মার্চ কালরাত্রি উপলক্ষে আলোক প্রজ্বালন কর্মসূচি পালন করা হয়
ছবি: আহমেদ শাহীন
৬ / ১২
গ্রামবাংলার চিরায়ত রূপ। মরিচটারী বড়বাড়ি, রংপুর, ২৫ মার্চ
ছবি: মো. জাহানুর ইসলাম
৭ / ১২
সমুদ্রপথে সেন্ট মার্টিন যাওয়ার পথে নাফ নদীতে পাখির উড়ে যাওয়া। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: শাকিল আহমেদ
৮ / ১২
বাড়ছে গরম, তাই মৌসুমি ফল তরমুজের চাহিদা বাড়ায় ব্যবসায়ীরা ঢাকা-রংপুর মহাসড়ক দিয়ে গাড়ি নিয়ে ছুটছেন। ২৬ মার্চ
ছবি: মাসুদার রহমান
৯ / ১২
শিমুল ফল, যার মধ্যে রয়েছে বসন্তের ছোঁয়া। যুগ যুগ ধরে গ্রামবাংলার মানুষের তুলার চাহিদা পূরণ করে আসছে। কালের বিবর্তনে আজ এর অস্তিত্ব সংকটের পথে। ২৪ মার্চ মাগুরার শ্রীপুর উপজেলার কাদিরপাড়া বিল মাঠ থেকে ছবিটি তোলা হয়েছে
ছবি: সামিউল বাশার
১০ / ১২
থেমে নেই জীবন। জীবিকার তাগিদে জেলেরা পড়ন্ত বিকেলে রক্তিম আলোয় ট্রলারে করে মাছ ধরার দৃশ্য। ভোলা মেঘনা নদীর পাড় থেকে ছবিটি সম্প্রতি তোলা
ছবি: কুলসুম আক্তার
১১ / ১২
রাস্তার কাজ চলছে। কোনো যানবাহন চলাচল করলেই ধুলোবালুতে কিছুই দেখা যায় না। ছবিটি ২৬ মার্চ সকালের দিকে তোলা। টানা ব্রিজ, ইসলাপুর, জামালপুর
ছবি: এস এম তাইয়্যেবুর রহমান
১২ / ১২
অপরূপ গ্রামবাংলার গোধূলিলগ্নে লাল–সবুজের আভা। প্রিয় বাংলাদেশে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে প্রত্যয় হোক আগামীর সমৃদ্ধিশালী সোনার বাংলাদেশ। প্রজাপাড়া, রংপুর, ২৫ মার্চ
ছবি: মাসুদার রহমান