গ্রামের মাটির আঁকাবাঁকা রাস্তা দেখতে দারুণ লাগে। কিন্তু কিছুদিন পরপর রাস্তার মাঝখানে গর্ত হয়ে যায় বা ভেঙে যায়। কোনো কোনো জায়গায় এসব ঠিক করার বা দেখার কেউ নেই। তাই স্থানীয় শিশুরা দল বেঁধে নিজেরাই আনন্দে মাটি কেটে রাস্তার গর্ত ও ভাঙা ভরাট করছে। আইড়মাড়ী, ইসলামপুর, জামালপুর, ২৫ মার্চছবি: এস এম তাইয়্যেবুর রহমান