সমান অধিকার বলা হলেও কাজের মজুরিসহ নানা ক্ষেত্রে নারীদের বঞ্চিত হওয়ার খবর মেলে। অথচ দেশের সব কাজে নারীদের রয়েছে বিশেষ অবদান। চারদিক সবুজ ধানখেত। তেমনি ধানখেতে আগাছা পরিষ্কার করছেন এক নারী কৃষিশ্রমিক। ছবিটি গত বুধবার দুপুরে তোলা। বনপাড়া, শ্রীবরদী, শেরপুরছবি: তাইয়েবুর রাহমান রিয়াদ