এই অত্যাধুনিক প্রযুক্তির যুগেও বাংলার গ্রামগঞ্জে দেখা মেলে খড়ের ঘর। খড়ের ঘরের বিশেষ সুবিধা হলো অত্যন্ত গরমেও ঘরের মধ্যে শীতল থাকে। মনে হয় যেন ঘরে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র লাগানো রয়েছে। আহ সে কি স্নিগ্ধ শীতল আবেশ, যেন প্রাণ জুড়ায়। ছবিটি নেত্রকোনার কলমাকান্দার গোবিন্দপুর গ্রাম থেকে সম্প্রতি তোলাছবি: মো. মাহাবুবুর রহমান