নাগরিক ছবি

১ / ৭
নগরের মাঝে গ্রামীণ হাট! এটি ঐতিহ্যবাহী মেরাদিয়া হাট। ঢাকার বনশ্রীর পূর্বপ্রান্তে এ হাট বসে প্রতি বুধবার। রামপুরা ব্রিজ থেকে ডেমরাগামী যেকোনো গাড়িতে মাত্র ১০ মিনিটেই পৌঁছে যাওয়া যায় এ হাটে। দূরদূরান্তের গ্রাম থেকে শাকসবজি, মাছ, মাংস, কাপড়চোপড়সহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী মেলে এ হাটে। প্রায় এক কিলোমিটার বিস্তৃতি নিয়ে জমে এ হাট। ছবিটি গত বুধবার (১০ ফেব্রুয়ারি) তোলা
ছবি: তুফান মাজহার খান
২ / ৭
ছাগলগুলোকে মাঠে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যাচ্ছেন এই নারী। ত্রিশাল উপজেলা, ময়মনসিংহ, ১০ ফেব্রুয়ারি
ছবি: মো. ফাহাদ বিন সাঈদ
৩ / ৭
শীতের সকালে কুয়াশার ধূম্রজাল চিরে পূর্ব আকাশে সূর্য নিজেকে জানান দেওয়ার কাজে ব্যস্ত হয়ে যায়। পাতায় পাতায় ঝলমল করে শিশিরবিন্দু। পাখিদের কলরবে জাগ্রত হয় গ্রামীণ জীবন। ছবিটি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন থেকে শীতের সকালে গত বুধবার তোলা
ছবি: কামরুল ইসলাম মাহি
৪ / ৭
কুয়াশাচ্ছন্ন শীতের বিকেল। মাঠে গরু চরাচ্ছে এক বালিকা। দূর থেকে ক্যামেরার লেন্স তার দিকে তাক করতেই মুখ ফিরিয়ে নিল! মুখ ফিরিয়েই গায়ের ওড়না উড়িয়ে দিল বাতাসে...! ছবিটি গত ২৯ জানুয়ারি সিলেটের বিয়ানীবাজার উপজেলার পূর্ব মুড়িয়া এলাকা থেকে তোলা
ছবি: দেলোয়ার হোসাইন
৫ / ৭
সন্ধ্যার পরপরই গলিতে ট্রাক ঢুকে পড়ায় সড়কে তীব্র যানজট। যার ফলে ভোগান্তিতে পড়েছেন ঘরে ফেরা মানুষ। এ দৃশ্য রাজধানীর পূর্ব শেওড়াপাড়া থেকে ১১ ফেব্রুয়ারি তোলা
ছবি: মামুন সোহাগ
৬ / ৭
এটি ঐতিহ্যবাহী মেরাদিয়া হাট। ঢাকার বনশ্রীর পূর্বপ্রান্তে এ হাট বসে প্রতি বুধবার। আশপাশের গ্রাম থেকে শাকসবজি, মাছ, মাংস, কাপড়চোপড়সহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী মেলে এ হাটে। ছবিটি গত বুধবার তোলা
ছবি: তুফান মাজহার খান
৭ / ৭
চলছে বগুড়ার ঐতিহ্যবাহী ‘পোড়াদহ’ মেলা। প্রায় ৪০০ বছরের গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে প্রতিবছর তিন দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়। মেলায় কেনাকাটায় ব্যস্ত লোকজন। ছবিটি বগুড়ার গাবতলী উপজেলার পোড়াদহ মেলা থেকে ১১ ফেব্রুয়ারি তোলা
ছবি: মাহমুদা টুম্পা