বয়স ষাটের কাছাকাছি; নাম পরিতুশ। তিনি ১২ বছর ধরে পত্রিকা ফেরি করেন। কি বৃষ্টি, কি রৌদ্র, কি গরম, কি শীত—আকাশ ও পরিবেশের আবহাওয়া যেমনই থাক, নিজের আরামের ঘুম তোয়াক্কা না করে তিনি প্রতিদিন সংবাদপত্র পৌঁছে দেন পাঠকের কাছে। এই শীতের সকালে অপেক্ষা করছেন কখন পত্রিকার গাড়ি আসবে, তারপর ছুটে যাবেন মানুষের দুয়ারে দুয়ারে। পত্রিকা পৌঁছে দেবেন পাঠকের হাতে। পাঠকের হাতে পত্রিকা পৌঁছে দেওয়ার আগ পর্যন্ত চলে তাঁর ব্যস্ততা। তিনি জানান, প্রতিদিন ৩৫০–৪০০ কপি প্রথম আলোসহ সব পত্রিকা মিলিয়ে ১ হাজার থেকে ১ হাজার ২০০ পত্রিকা আসে মৌলভীবাজারে। চৌমোহনা পয়েন্ট, মৌলভীবাজার, ৯ ফেব্রুয়ারিছবি: কামরুল হাসান শাওন