নাগরিক ছবি

১ / ১০
ফড়িং একাধারে বিভিন্ন প্রজাতির ক্ষতিকর মশা, ফসল ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পোকামাকড় দমনে ভূমিকা রাখে। জনশ্রুতি রয়েছে, যে এলাকায় যত বেশি ফড়িং, সে এলাকার পরিবেশ তত ভালো। সৌন্দর্যের কারণে জাপানি শিল্পকলায় ফড়িং জনপ্রিয়। উপকারের কথা বিবেচনা করে বিভিন্ন দেশে ফড়িং সংরক্ষণ করা হয়। ছবিটি নওগাঁ সদর বোয়ালিয়া ইউনিয়ন এলাকা থেকে ৮ ফেব্রুয়ারি তোলা
ছবি: ইউনুস আলী ফাইম
২ / ১০
একসময় সবকিছুই ঠিক ছিল। কিন্তু হঠাৎ করোনা মহামারি এসে পৃথক করে দেয় সবাইকে। আজ দীর্ঘ ১১ মাস পর কলেজ খোলায় এক বন্ধু আরেক বন্ধুকে পেয়ে খুশিতে আলিঙ্গন করছেন। ছবিটি মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাস থেকে ৮ ফেব্রুয়ারি তোলা হয়েছে
ছবি: কামরান আহমদ
৩ / ১০
জেঁকে বসেছে শীত। হালকা মিষ্টি রোদে বসে গল্প করছেন দুই বৃদ্ধ। শেষ বয়সে এসেও এমন বন্ধুত্ব বিরল। আধুনিক প্রযুক্তির জাঁতাকলে হারিয়ে যেতে বসেছে এমন বন্ধুত্ব। ছবিটি সম্প্রতি ঝিনাইদহের শৈলকূপার ত্রিবেণী এলাকা থেকে তোলা
ছবি: আজাহার ইসলাম
৪ / ১০
দৃষ্টিনন্দন সৌন্দর্যের কারণে প্রশংসিত দেশের অন্যতম সেরা বিদ্যাপীঠ রাজশাহী কলেজ। এ প্রতিষ্ঠানের নৈর্সগিক সৌন্দর্যে নতুন মাত্রা যোগ করেছে বাহারি সব ফুল আর কিছু প্রাণীর ভাস্কর্য। কুয়াশার চাদরে ঢাকা শীতের সকালে বাতাসে ভেসে আসে ক্যাম্পাসের মোহনীয় সব ফুলের সৌরভ। প্রতিবছর শীতকালে ফুলে ফুলে সুশোভিত হয়ে ওঠে রাজশাহী কলেজ। শিক্ষক-শিক্ষার্থী ছাড়া এর সৌন্দর্য উপভোগ করতে আসে বাইরের দর্শনার্থীরাও
ছবি: তুহিন হোসেন
৫ / ১০
বর্ষাকালে বিভিন্ন মাছের চারণভূমি হয়ে ওঠে চলনবিল। শীতকালে নদী, খাল, বিলসহ নিম্নভূমির পানি কমে গেলে জেলেরা বিভিন্ন উপায়ে মাছ আহরণ শুরু করেন। ছবিতে মেশিনে পানি সেঁচে ফেলার পর জেলেরা জাল টানছেন মাছ সংগ্রহের জন্য। নাছিয়ারকান্দি, সিংড়া উপজেলা, নাটোর, ৭ ফেব্রুয়ারি
ছবি: ফাত্তাহ তানভীর রানা
৬ / ১০
বয়স ষাটের কাছাকাছি; নাম পরিতুশ। তিনি ১২ বছর ধরে পত্রিকা ফেরি করেন। কি বৃষ্টি, কি রৌদ্র, কি গরম, কি শীত—আকাশ ও পরিবেশের আবহাওয়া যেমনই থাক, নিজের আরামের ঘুম তোয়াক্কা না করে তিনি প্রতিদিন সংবাদপত্র পৌঁছে দেন পাঠকের কাছে। এই শীতের সকালে অপেক্ষা করছেন কখন পত্রিকার গাড়ি আসবে, তারপর ছুটে যাবেন মানুষের দুয়ারে দুয়ারে। পত্রিকা পৌঁছে দেবেন পাঠকের হাতে। পাঠকের হাতে পত্রিকা পৌঁছে দেওয়ার আগ পর্যন্ত চলে তাঁর ব্যস্ততা। তিনি জানান, প্রতিদিন ৩৫০–৪০০ কপি প্রথম আলোসহ সব পত্রিকা মিলিয়ে ১ হাজার থেকে ১ হাজার ২০০ পত্রিকা আসে মৌলভীবাজারে। চৌমোহনা পয়েন্ট, মৌলভীবাজার, ৯ ফেব্রুয়ারি
ছবি: কামরুল হাসান শাওন
৭ / ১০
পৃথিবীর চাকা ঘুরছে খেটে খাওয়া মানুষদের পরিশ্রমের কারণে। অথচ দিন শেষে তারাই সবচেয়ে বেশি উপেক্ষিত। গোদার বাজার পদ্মার পাড়, রাজবাড়ী সদর, ৮ ফেব্রুয়ারি
ছবি: মো. ইসতিয়াক হোসেন
৮ / ১০
নির্মাণাধীন ভবনের ছাদ দেওয়ার জন্য সার্টারিং করে রাখা হয়েছে। সেখানে রংভরা বিকেলে ঝুঁকিপূর্ণ অবস্থায় দুই শিশু। ছবিটি সম্প্রতি নওগাঁ সদর এলাকা থেকে তোলা
ছবি: হুমায়রা জান্নাত
৯ / ১০
পাখিদের আকাশে কোনো সীমান্তরেখা নেই। তারা অনায়াসে উড়ে বেড়ায় এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে। প্রতিবারের মতো এবারও অতিথি পাখিদের কোলাহল আর কিচিরমিচির শব্দ বিদ্যমান পাবনার ঈশ্বরদী উপজেলার চাঁদপুর খালবিলে। কী অপরূপ দৃশ্য ষড়ঋতুর বৈচিত্র্যময় দেশ এই সোনার বাংলায়! ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে পাল্টে যায় বাংলার প্রকৃতি। এখন শীতকাল; এ ঋতুতে বিভিন্ন দেশ থেকে এসেছে অনেক রকম পাখি। নিরাপদ আবাসস্থল ও খাদ্যের সন্ধানে হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে আসে অসংখ্য পাখি। আমাদের দেশে হাজির হয় নিজেদের জীবন বাঁচাতে
ছবি: তুহিন হোসেন
১০ / ১০
স্মৃতি ক্যামেরাবন্দী। গত বছরের মার্চ মাস থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। সম্প্রতি কিছু কার্যক্রম শুরু হওয়ায় শিক্ষার্থীরা আসতে শুরু করেছেন ক্যাম্পাসগুলোয়। কলেজের সেসব স্মৃতি ক্যামেরাবন্দী করে রাখছেন অনেকেই। ছবিটি মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ৮ ফেব্রুয়ারি তোলা
ছবি: সাইফুল্লাহ হাসান