নাগরিক ছবি

১ / ৮
ঘন কুয়াশার চাদরে মোড়ানো দেশের উত্তরাঞ্চলের জেলা নওগাঁ। ছবিটি নওগাঁ সদর উপজেলার কাদোয়া থেকে গত রোববার ৩১ জানুয়ারি তোলা
ছবি: ইউনুস আলী ফাইম
২ / ৮
শীতকালে বাহারি রঙের গোলাপ ফুটেছে বাগানে। বাজার ভদ্রঘাট, সিরাজগঞ্জ থেকে ছবিটি সম্প্রতি তোলা
ছবি: সজীব খান রিগান
৩ / ৮
১১ মাস নিস্তব্ধ থাকার পর আবার প্রাণসঞ্চার হতে যাচ্ছে মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসের। ৪ ফেব্রুয়ারি থেকেই শুরু হচ্ছে পরীক্ষা। তখন দেখা হবে এক বন্ধুর সঙ্গে আরেক বন্ধুর। কথা হবে যা হয়নি এত দিন। আবারও দেখা হবে কথা হবে শিক্ষক-শিক্ষার্থীদের। ছবিটি গত শনিবার তোলা
ছবি: কামরান আহমদ
৪ / ৮
স্বাধীনতা সরণি। আলেখার চর, ময়নামতি, ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে, কুমিল্লা। ছবিটি গত শনিবার তোলা
ছবি: ইহসানুল হক সিহাব
৫ / ৮
গ্রামগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে হঠাৎ কেউ অসুস্থ হলে চরম বিপাকে পড়তে হয় পরিবারের সদস্যদের। শিশু ও বয়স্কদের ক্ষেত্রে এই সমস্যা আরও বেশি। ষাটোর্ধ্ব এক বৃদ্ধাকে শরীরে পুশ করা স্যালাইনের বোতল হাতে করেই চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাচ্ছেন স্বজনেরা। ছবিটি নওগাঁর মহাদেবপুর উপজেলার খাজুর বড় ব্রিজ এলাকা থেকে সম্প্রতি তোলা
ছবি: আমিনুর রহমান খোকন
৬ / ৮
বগুড়ার টিএমএসএস পার্কে নদীর ওপর ভাসমান বিনোদন কেন্দ্রে মানুষের ভিড়। প্রতিদিন দূর-দূরান্ত থেকে বেড়াতে আসেন শত শত দর্শনার্থী। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: সজীব খান
৭ / ৮
পোশাক খুলে সাইকেলের ওপর রেখে কাজে ব্যস্ত রাবার বনের পিচ রেট টেপাররা (কষ আহরণকারী)। প্রায় ১১০০ একর জায়গাজুড়ে বিস্তৃত ময়মনসিংহের ফুলবাড়িয়ার সন্তোষপুর সরকারি রাবার বাগান। এ বাগানের ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করেন প্রায় ৩ শতাধিক শ্রমিক, যাঁদের বেশির ভাগই নারী। চরম দারিদ্র্যসীমার নিচে বসবাস করা নারী পিচ রেট টেপাররা সকাল ৭টা থেকে দুপুর পর্যন্ত রাবার কষ আহরণ করেন। সম্প্রতি এক সকালে সন্তোষপুরের রাবার বাগান থেকে ছবিটা তোলা
ছবি: ইমতিয়াজ আহমেদ
৮ / ৮
মাঘের মাঝামাঝি শীত যেন বাংলায় জেঁকে বসেছে। শহরাঞ্চলে শীত খুব একটা না থাকলেও গ্রামাঞ্চলে শীতের প্রকোপ বেশি। এই প্রচণ্ড শীত গ্রামের মানুষদের থামিয়ে রাখতে পারেনি, তারা নিজের জীবিকার তাগিদে কাজ করে যাচ্ছে। ছবিটি পাবনার বাসুদেবপুর থেকে ২৮ জানুয়ারি তোলা হয়েছে। ছবি: রাফি হাসান