নাগরিক ছবি

১ / ১৩
কুয়াশা ও শীতকে উপেক্ষা করে চাষের জমি প্রস্তুতে ব্যস্ত কৃষিশ্রমিকেরা। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কর্ণসূতি এলাকা থেকে ছবিটি সম্প্রতি তোলা
ছবি: আবদুল্লাহ আল মারুফ
২ / ১৩
সূর্যমুখী ফুল থেকে মধু সংগ্রহে ব্যস্ত মৌমাছি। শনিবার কিশোরগঞ্জের মিঠামইন নিকলী হাওর থেকে ছবিটি তোলা
ছবি: মোহাম্মদ শরীফ
৩ / ১৩
বিশাল আখখেত। মাঠের ভেতরেই আখের গুড় তৈরির কাজ চলছে। বছরের এ সময় গুড় তৈরির কাজে ব্যস্ত সময় পার করেন আখচাষিরা। গুড় সংগ্রহে সরাসরি মাঠেই চলে আসেন অনেকে। ছবিগুলো ২৭ জানুয়ারি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চকরিচরণ গ্রাম থেকে ছবিটি তোলা
ছবি: মো. রকিবুল ইসলাম
৪ / ১৩
করোনাকালে মাস্ক পরা বাধ্যতামূলক হলেও সময়ের সঙ্গে সঙ্গে মানুষের অসচেতনতা বেড়ে যাচ্ছে। অনেকেই মাস্ক পরেছেন, আবার অনেকে মাস্ক পরলেও মানছেন না সঠিক নিয়ম। শহরের তুলনায় গ্রামে সচেতনতার হার আরও কম। ছবিটি সম্প্রতি তোলা হয়েছে দিনাজপুরে শহরের পাশের ফার্মের হাট থেকে
ছবি: রাগীব হাসান সিফাত
৫ / ১৩
রাজধানীর তিতুমীর কলেজের সক্রিয় ফেসবুক গ্রুপ ‘তিতুমীরিয়ান’-এর উদ্যোগে পথশিশুদের শীতবস্ত্র দেওয়া হয়। তেজগাঁও, ঢাকা
ছবি: ছবি মামুন সোহাগ
৬ / ১৩
কুয়াশা ও শীতকে উপেক্ষা করে বোরো চাষের জন্য জমি প্রস্তুতে ব্যস্ত কৃষিশ্রমিকেরা। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কর্ণসূতি এলাকা থেকে ছবিটি সম্প্রতি তোলা
ছবি: আবদুল্লাহ আল মারুফ
৭ / ১৩
বহুগুণে ভরপুর ডুমুর আদিকাল থেকেই ভেষজ হিসেবে ব্যবহার হয়ে আসছে। ডুমুরগাছ গ্রামের বনজঙ্গলে ছড়িয়ে–ছিটিয়ে রয়েছে। ছবিটি গতকাল শুক্রবার নওগাঁ সদর উপজেলার ভবানীপুর থেকে তোলা
ছবি: ইউনুস আলী ফাইম
৮ / ১৩
অপ্রীতিকর নানান পরিস্থিতিতে নিজেকে সুরক্ষিত রাখতে খুলনার স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘উইথ শি’র (WITH SHE) খুলনার আয়োজনে সরকারি সুন্দরবন আদর্শ কলেজ রোভার স্কাউটের সহযোগিতায় কলেজ ক্যাম্পাসে দুদিনব্যাপী ‘ব্যক্তিগত সুরক্ষা কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। ২৮ জানুয়ারি বাংলাদেশ স্কাউটস খুলনা জেলা রোভারের সম্পাদক মো. মাহামুদ হোসেনের সভাপতিত্বে কর্মশালা শুরু হয়ে গতকাল শুক্রবার দুপুর ১২টায় শেষ হয়। কর্মশালায় প্রশিক্ষণার্থীদের মানসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা, ইয়োগা, স্ট্রেংথ ট্রেইনিং, কারাতে কিক, পাঞ্চ, ব্লক, বেসিক সেল্ফ ডিফেন্স সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়
ছবি: নাইম ইসলাম
৯ / ১৩
কুয়াশা ও শীতকে উপেক্ষা করে চাষের জমি প্রস্তুতে ব্যস্ত কৃষিশ্রমিকেরা। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কর্ণসূতি এলাকা থেকে ছবিটি সম্প্রতি তোলা
ছবি: আবদুল্লাহ আল মারুফ
১০ / ১৩
গাছে গাছে ভরে গেছে আমের মুকুল। মুকুলের ম–ম গন্ধে বিমোহিত চারদিক। নগরপাড়া সরকারি বিদ্যালয়, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ২৯ জানুয়ারি
ছবি: রাসেল আহমেদ
১১ / ১৩
একসময় বনাঞ্চল কিংবা পাহাড়ি এলাকাসহ গ্রামের মাটির রাস্তায় যেকোনো মাঝারি ও ভারী মালামাল বহন করার জন্য গরু, মহিষ আর ঘোড়ার গাড়ির ব্যবহারের কোনো বিকল্প ছিল না। এ ছাড়া বিবাহ-নাইওরে বেশ কদর ছিল দুই চাকার এই বাহনের। কিন্তু কালের বিবর্তনে আধুনিকতার ছোঁয়ায় বেড়েছে নতুন নতুন আধুনিক যান্ত্রিক বাহনের ব্যবহার। যার ফলে এখন প্রায় অযান্ত্রিক হয়ে পড়েছেন আবুল কাশেমের মতো ঘোড়াগাড়িচালকেরা। ভাড়া না থাকায় পশুগুলোর খাবার জোগাড় করতেই হিমশিম খেতে হয় তাঁকে, কষ্টে চলে সংসারও। গত বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সন্তোষপুর বনাঞ্চলের একটি রাস্তার পাশে ভাড়া না থাকায় এভাবেই নিজের ঠেলাগাড়ির ওপর বিভোর ঘুমাচ্ছিলেন ক্লান্ত আবুল কাশেম
ছবি: ইমতিয়াজ আহমেদ।
১২ / ১৩
শীতের মৌসুমে মৌলভীবাজারের মনু নদের পানি শুকিয়ে যাওয়ায় পর্যটকেরা তা দেখার জন্য ভিড় জমাচ্ছেন মনু ব্যারাজে। সবাই পরিবার–পরিজনদের নিয়ে উপভোগ করছেন নদীর এই চমৎকার রূপ। কিন্তু এই জেলে পরিবারের সবার মুখে হাসি ফোটানোর জন্য জাল দিয়ে নদীতে মাছ ধরতে এসেছেন। জেলে জানা বলেন, মাছ না পেলে আজকে রাত তাঁদের অনাহারে কাটাতে হবে। ছবিটি গতকাল শুক্রবার বিকেলে মৌলভীবাজারের মনু নদের তীর থেকে তোলা হয়েছে
ছবি: কামরান আহমদ
১৩ / ১৩
‘সুখ’ সে এক অলৌকিক ডায়েরি! কারও কাছে তৃপ্তির বর্ণমালা আবার কারও কাছে বিরান মরুভূমি...! ছবিটি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুরের পাল্লাথল চা–বাগান এলাকা থেকে তোলা
ছবি: দেলোয়ার হোসাইন