শীতের সকালে পপকর্ন বিক্রি করতে বের হয়েছেন ফেরিওয়ালারা। এ সময় কেউ কেউ গায়ে কম্বল মুড়ি দিয়ে আয়েশ করছেন গভীর ঘুমে। কিন্তু ফেরিওয়ালাদের তো আয়েশ করার সুযোগ নেই। দিন শেষে ঘরে দুমুঠো ভাতের জোগান তো তাঁকেই দিতে হবে। ছবিটি মৌলভীবাজারের পৌরসভার সামনে থেকে গতকাল রোববার তোলা হয়েছেছবি: কামরান আহমদ
২ / ১০
মধু সংগ্রহে ব্যস্ত মৌমাছি। ছবিটি নওগাঁ মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়ন পরিষদ এলাকা থেকে আজ সোমবার তোলাছবি: ইউনুস আলী ফাইম
৩ / ১০
‘প্রকৃতির নিবেদিত প্রাণ, যার সবটুকুই মানবের তরে’, শীতের অন্যতম দান খেজুর রসের জন্য গাছ তৈরি করছেন গাছি। নন্দীগ্রাম, বগুড়া, ২৩ জানুয়ারিছবি: ফুয়াদ হাসান
৪ / ১০
ছোট্ট এই পাখির নাম নীলগলা ফিদ্দা। পাখিটিকে ইউরোপের চুটকি প্রজাতির অন্তর্ভুক্ত বলে মনে করা হয়। বাংলাদেশেও এই পাখির দেখা মেলে। ছবিটি গত শুক্রবার ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে তোলাছবি: জায়েদ ইমরান চৌধুরী
খুলনা বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত দুই শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার চেয়ে মানববন্ধন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। গতকাল রোববার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে আয়োজিত এক মানববন্ধন থেকে তাঁরা এ দাবি জানানছবি: আজাহার ইসলাম
৭ / ১০
মহাদেবপুরে পরিযায়ী পাখি ও জীববৈচিত্র্য সংরক্ষণে সচেতনতা বৃদ্ধিমূলক পথসভা অনুষ্ঠিত হয়েছে। ছবিটি নওগাঁর মহাদেবপুর উপজেলার নতুন ব্রিজ এলাকা থেকে আজ সোমবার সকালে তোলাছবি: আমিনুর রহমান খোকন
৮ / ১০
শীতের সকালে উঁকি দিয়েছে সূর্য। পানের ডালা মাথায় নিয়ে বাজারের উদ্দেশে বেরিয়ে পড়েছেন পানচাষি। ছবিটি রোববার ঝিনাইদহের শৈলকুপার ত্রিবেণী থেকে তোলাছবি: আজাহার ইসলাম
৯ / ১০
কৃষিশ্রমিক স্বপ্নের বীজ বপন করতে মাটি তৈরি করছেন। ময়মনসিংহের ত্রিশাল থেকে ছবিটি সম্প্রতি তোলাছবি: মো. ফাহাদ বিন সাঈদ
১০ / ১০
মাঘের শীতে একটু রোদের হাতছানিতে পাখির রোদ পোহানো। ময়মনসিংহের ত্রিশাল থেকে ছবিটি সম্প্রতি তোলাছবি: মো. ফাহাদ বিন সাঈদ