তৃতীয় শ্রেণি সরকারি কর্মচারী সমিতির কমিটি গঠন

তৃতীয় শ্রেণী সরকারি কর্মচারী সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি মো. ইব্রাহিম খলিল ও মহাসচিব হয়েছেন ওবায়দুল হক।
ছবি: বিজ্ঞপ্তি

বাংলাদেশ তৃতীয় শ্রেণি সরকারি কর্মচারী সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন মো. ইব্রাহিম খলিল ও মহাসচিব হয়েছেন ওবায়দুল হক। সমিতির সিনিয়র সহসভাপতি নাজমা আক্তারের সভাপতিত্বে গত শনিবার ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সম্মেলন কক্ষে বিশেষ প্রতিনিধি সম্মেলনে এ কমিটি গঠন করা হয়।

৭ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সমিতির কেন্দ্রীয় সহসভাপতি আবদুল মান্নান হাজারভির নেতৃত্বে স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে সভা ও কমিটি গঠন করা হয়। কমিটির সহসভাপতি হয়েছেন তরিকুল ইসলাম,(নিমিউ), হেমায়েত হোসেন হিমু (শিক্ষা), আবুল কালাম আজাদ(ত্রাণ), হাফেজ আহমদ (সার্ভে বাংলা), আশিকুর রহমান (সে. প্রেস), জালাম আহম্মেদ (ঢাকা মেডিকেল), আবদুল জলিল (গভঃপ্রিন্টিং প্রেস), অতিরিক্ত মহাসচিব মো. মাহবুব হক তালুকদার (ক্যানসার হাসপাতাল), যুগ্ম-মহাসচিব মফিজুল ইসলাম পিন্টু (টেলিযোগাযোগ), আহসান উল্লাহ তুহিন (বক্ষব্যাধি) মুহা. আবুল কালাম (বিডা), শামিমা ইয়াসমিন সীমা (সার্ভে বাংলা), আ. ছালাম মিয়া (গণপূর্ত), আফরোজা পারভিন (ঢাকা পলিটেকনিক), আরিফুল ইসলাম(টেমো), সহকারী মহাসচিব মো. মজিবুর রহমান খন্দকার (ভূমি রেকর্ড), নাজনিন (ঢাকা মেডিকেল) দিদারুল (সলিমুল্লাহ মেডিকেল), হাবিবুর রহমান (জিপিও), সাংগঠনিক সচিব আবদুল্লাহ আল মুজাহিদ (মিটফোর্ড), কামাল হোসেন মিঠ্রু (ভূমি রেকর্ড), মাকসুদুল হক নয়ন (সে. প্রেস), বরকত উল্লাহ (মৎস্য), হেলেনা আক্তার (স্থাপত্য), অসীম কুমার (সেতু), অর্থ সচিব আবুল কালাম আজাদ (সিএমএসডি), মহিলা বিষয়ক সচিব লিপি আক্তার (মৎস্য), আইন বিষয়ক সচিব কামাল হোসেন মোল্লা (ভূমি রেকর্ড), নির্বাহী সদস্য আফজাল হোসেন (সেঃ প্রেস) ও আমেনা বেগম (ঢাকা মেডিকেল) প্রমুখ নির্বাচিত হন।
করোনার কারণে কিছু সংখ্যক পদ পরবর্তীতে পূরণ করা হবে।

বিজ্ঞপ্তি