তিন বছর ধরে বন্ধ শিশুদের মাতৃভাষা শিক্ষার স্কুলটি
দোলমা গ্রামের লিপ্টন মারাকের ১০ বছরের মেয়েশিশু মেঘা চিসিম স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। পারিবারিক সূত্রে মা–বাবার কাছে টুকটাক মান্দি ভাষায় কথা বলা শিখলেও আদতে মেঘা হাতে–কলমে শিক্ষা গ্রহণ করতে পারেনি মান্দি নামক গারোদের মাতৃভাষার। ঘরে বেশির ভাগ সময় মা–বাবা একে অপরের সঙ্গে কথা বলেন বাংলা ভাষায়। এ ছাড়া গ্রামের সহপাঠীরাসহ বাংলাভাষীদের সঙ্গে চলাফেরা ও মেলামেশার কারণে একরকম ভুলেই গেছে মাতৃভাষা। শুধু তা–ই নয়, মেঘার মতো এমন অনেক শিশু-কিশোর রয়েছে, যারা অদ্যাবধি মান্দি ভাষার বই কিংবা অক্ষরের সঙ্গে পরিচিত না। মেঘার পরিবারের মতো অনেক অভিভাবকের এখন আশঙ্কা, এভাবে চলতে থাকলে কয়েক বছরের মধ্যে এ গ্রাম থেকে একেবারেই বিলুপ্ত হয়ে যাবে তাঁদের মাতৃভাষাসহ নিজস্ব সংস্কৃতি।
বলছিলাম ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়নের দোলমা গ্রামের কথা। ৭০টি ক্ষুদ্র জাতিসত্তা পরিবারের বসবাস এই গ্রামে। প্রায় তিন বছর ধরে একটি এনজিওর অর্থায়নে চলা গারোদের মাতৃভাষা শিক্ষার একমাত্র স্কুলটি বন্ধ হয়ে পড়ায় শিশুরা মাতৃভাষার চর্চা থেকে বঞ্চিত হচ্ছে। শুধু তা–ই নয়, গ্রামের বেশির ভাগ শিশুই মাতৃভাষায় কথা বলতে পারে না। দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় স্কুলের ভেতরের অবস্থা খুবই শোচনীয়। ভেঙে চুরমার হয়ে গেছে চেয়ার, টেবিল, আসবাবপত্র। এ ব্যাপারে স্থানীয় সচেতন মহলসহ জনপ্রতিনিধিরাও কোনো সহযোগিতা করছেন না।
দুলমা গ্রামের পঞ্চায়েতপ্রধান জগদীশ মারাক, ক্ষুদ্র জাতিসত্তার নেতা অঞ্জনা সাংমা, লিপি সাংমা, সঞ্জলা, মঞ্জলা সাংমা, মুকুলা মারাক অভিযোগ করেন, উপজেলার শেষ প্রান্তে অবস্থান করায় তাঁরা সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। তাঁদের অনেক জায়গা প্রভাবশালীরা জোর করে নিয়ে গেছে। এখনো উচ্ছেদ–আতঙ্ক তাঁদের পিছু ছাড়ে না। মাতৃভাষা শিক্ষা প্রতিটি মানুষের মৌলিক অধিকার, অথচ গ্রামে মান্দি ভাষা শিক্ষার জন্য একটি মাত্র স্কুল থাকলেও প্রায় তিন বছর ধরে বন্ধ রয়েছে এটি। যার ফলে শিশুরা মাতৃভাষা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। মাতৃভাষা শিক্ষার জন্য তাদের কাছে কোনো বই নেই, জানে না মান্দি ভাষার অক্ষর কেমন। এই গ্রামের কোনো শিশু এখন আর তার মাতৃভাষায় কথা বলে না। তাঁরা মনে করেন, যত দ্রুত সম্ভব সরকারি হোক বেসরকারিভাবে হোক, এই স্কুল যাতে আবার চালু করা হয়। মাতৃভাষা থেকে যেন কোনো ক্ষুদ্র জাতিসত্তার শিশু বঞ্চিত না হয়।
দোলমা গ্রামের শিক্ষার্থী বৈশাখী মারাক, পিংকি দিব্রা, মেঘা চিসিম, আলো হাগিদক, প্রভাতী দাদকসহ ১০ থেকে ১২ জন জানায়, তারা সব সময় বাংলা ভাষায় কথা বলে।
মা–বাবাও বাংলায় কথা বলেন। তবে তাদের মাতৃভাষা মান্দি। মাতৃভাষায় লিখতে–পড়তে পারে না। তারা চায় বাংলা ভাষার পাশাপাশি তাদের মাতৃভাষা পরিপূর্ণভাবে শিখতে। পাশাপাশি নিজস্ব সংস্কৃতির চর্চা করতে চায়। তাই মান্দি ভাষা শিক্ষার এই স্কুল যাতে দ্রুত চালু হয়, এটাই তাদের চাওয়া।
অন্যদিকে, এনায়েতপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি প্রায় তিন কিলোমিটার দূরে থাকায় চিকিৎসাসেবা পাচ্ছে না ক্ষুদ্র জাতিসত্তার মানুষ। বয়স্ক ভাতার কার্ড, নলকূপ, ১০ টাকা কেজির চালের কার্ডসহ নানা সুবিধা থেকে পিছিয়ে আছে বলে জানান দুলমা গ্রামের মানুষ।
পুরুষদের জীবিকা নির্বাহের একমাত্র ভরসা কুঁচিয়া ধরা হলেও নারীরা বছরের বেশির ভাগ সময় ঘরে বেকার সময় কাটান। উপজেলার এনায়েতপুর ইউনিয়নে নামীদামি কোম্পানির কারখানা ও বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠলেও অভিযোগ আছে, সেখানে স্থানীয় লোকজনসহ ক্ষুদ্র জাতিসত্তার লোকজন কাজের সুযোগ পান না।
ক্ষুদ্র জাতিসত্তার সংগঠন ট্রাইবাল ওয়েলফেয়ার ফুলবাড়িয়া শাখার সভাপতি লুইস সুপ্রভাত জেমচাং জানান, ফুলবাড়িয়ায় গারোদের মাতৃভাষায় শিক্ষায় শিশুরা বেশ পিছিয়ে রয়েছে, অনেক এলাকার স্কুল বন্ধ। আবার করোনায় স্কুল বন্ধ থাকায় আরও ক্ষতি হলো শিশুদের।
একুশে ফেব্রুয়ারি বাংলাদেশসহ ভারতের পশ্চিমবঙ্গ তথা সমস্ত বাংলা ভাষা ব্যবহারকারী জনগণের গৌরবোজ্জ্বল একটি দিন। এটি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেও সুপরিচিত। বাঙালি জনগণের ভাষা আন্দোলনের মর্মন্তুদ ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে। ১৯৫২ সালের এই দিনে বাংলাকে পূর্ব পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে কয়েকজন তরুণ শহীদ হন। তাঁদের মধ্যে অন্যতম হলো রফিক, জব্বার, শফিউল, সালাম, বরকতসহ অনেকেই। তাই এদিন শহীদ দিবস হিসেবে চিহ্নিত হয়ে আছে। ২০১০ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত মোতাবেক প্রতিবছর একুশে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়।