ঢাকা কলেজে অন্তঃ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঢাকা কলেজর বিতর্ক সংগঠন ‘ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি’ (ডিসিডিএস) অন্তঃ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে। ‘শিষ্ট যুক্তির ছোঁয়ায় শিল্পের জয়’—এ স্লোগানকে সামনে রেখে ‘অন্তঃ ডিসিডিএস বিতর্ক প্রতিযোগিতা-২০২১’ আয়োজিত হয়েছে।
গত শুক্রবার নবীন বিতার্কিকদের অনুসন্ধানে ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটির উচ্চমাধ্যমিক পর্যায়ের সদস্যদের নিজেদের মধ্যে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ফাইনাল রাউন্ডে বিতর্কের প্রস্তাব ছিল ‘এই সংসদ মনে করে, বাংলাদেশে গনঅভুত্থ্যান (৯০)–পরবর্তী বাংলা সাহিত্য অপেক্ষা পূর্ববর্তী বাংলা সাহিত্য অধিক সমৃদ্ধ’।

প্রতিযোগিতায় সর্বমোট ১০টি দল অংশ নেয়। চন্দ্রবিন্দু, অগ্নিবীণা, সাম্যবাদী, নকশি কাঁথার মাঠ, দারুচিনি দ্বীপ, চাঁদের পাহাড়, রূপসী বাংলা, মেঘদল, হোক কলরব, আরণ্যক দলের হয়ে সর্বমোট ৩৬ জন বিতার্কিক বিতর্ক করেন। কয়েক ধাপ যুক্তির লড়াইয়ে নিজেদের সেরা প্রমাণিত করে ফাইনালে যুক্তিতর্কের লড়াই করেন আরণ্যক ও চন্দ্রবিন্দু দল দুটো। ফাইনালের ফল পরে ঘোষণা করা হবে।

ফাইনাল রাউন্ডে স্পিকারের দায়িত্ব পালন করেন ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ জাকির হোসেন সামিন। বিতার্কিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘নবীন বিতার্কিক হিসেবে তোমরা অনেক ভালো করেছ। ডিসিডিএসের উচ্চমাধ্যমিক পর্যায়ের বিতার্কিকেরা সব সময় সেরাদের সেরা হিসেবে নিজেদের প্রমাণ দিয়েছে, তোমরা সেই ধারাবাহিকতা বজায় রাখো। অনার্স লেভেলের যারা আছ, তোমরা প্রচুর পড়াশোনা কোরো, তোমরাও তোমাদের ডিবেটগুলোকে প্রোমোট কোরো।’ পাশাপাশি ইংরেজি বিতর্কে ভালো করার জন্য তিনি ডিসিডিএসের সাংগঠনিক দায়িত্বশীলদের প্রতি তাগিদ দিয়েছেন।

বিচারকের দায়িত্ব পালন করেন ডিসিডিএসের সাবেক সভাপতি নাজমুছ ছাকিব চৌধুরী, ডিসিডিএসের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান, ডিসিডিএসের সাবেক সভাপতি শাহনেওয়াজ শাহিন, পাবনা ডিবেট সোসাইটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এ কে এম ইমন, রাজশাহী বিশ্ববিদ্যালয় বিতর্ক সংগঠনের তানভীর আহমেদ অভি, ডিসিডিএসের সভাপতি মেছবাহ উদ্দিন, ডিসিডিএসের সাধারণ সম্পাদক মুহাম্মদ হাবিবুল্লাহ, সাউথ এশিয়া ডিবেটিং সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি আমেনা আক্তার হিরা, মাভাবিপ্রবি ডিবেটিং সোসাইটির সভাপতি উম্মে হাবিবা হিয়া, বেরোবি ডিবেট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিফতাহুজ জান্নাত আমরিন, গোল্ড বাংলাদেশ, রাবি সাধারণ সম্পাদক সাওদা জামান রিশা, ডিসিডিএসের যুগ্ম সাধারণ সম্পাদক মো. খশরু এবং ডিসিডিএসের কার্যনির্বাহী সদস্য ওয়াসিউল হাসান।

বিচারকেরা নবীন বিতার্কিকদের বিতর্ক সম্পর্কে প্রশংসা করেন। ভবিষ্যতে ভালো করার জন্য দিকনির্দেশনামূলক পরামর্শ দেন৷
প্রতিযোগিতাটি সম্পর্কে জানতে চাইলে ডিসিডিএসের সভাপতি মেছবাহ উদ্দিন বলেন, ‘আমাদের এ আয়োজনটি ছিল মূলত উচ্চমাধ্যমিক পর্যায়ে নতুন বিতার্কিক খোঁজার আয়োজন। আমরা তাদের খুঁজে নিয়ে ভালোভাবে প্রশিক্ষণ দেব। আশা রাখি তারা দেশের বিভিন্ন ফেস্টে সফলতার স্বাক্ষর রাখবে। আমরা বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিতার্কিকদের নিয়েও ভাবছি। খুব শিগগিরই তাদের নিয়েও আয়োজন করা হবে।’

ডিসিডিএসের সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুল্লাহ বলেন, ‘নবীন বিতার্কিকদের মধ্যে শিষ্টাচারবিবর্জিত যুক্তির চর্চা যেন না হয়, সে জন্য এবার আমরা ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি “শিষ্ট যুক্তির ছোঁয়ায় শিল্পের জয়”—এ স্লোগানকে সামনে রেখে “অন্তঃ ডিসিডিএস বিতর্ক প্রতিযোগিতা-২০২১” আয়োজন করেছি, যার মাধ্যমে আগামীর সভ্যতার মোড়কে উন্মোচিত নবীন বিতার্কিক খুঁজে পাব বলে প্রত্যাশা করছি। এই আয়োজনকে সফল করার জন্য যাঁরা যুক্ত ছিলেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ এবং কৃতজ্ঞতা।’

উল্লেখ্য, ‘দ্রোহের অনলে পুড়ে যাক সব বাধা, যুক্তি হোক পাথেয়’—এ স্লোগানকে সামনে রেখে ২০১০ সালের ১০ জানুয়ারি ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি (ডিসিডিএস) প্রতিষ্ঠিত হয়।

লেখক: মাহমুদুল হাসান ইজাজ, ঢাকা কলেজ, ঢাকা।