ঢাকা কলেজ ছাত্রাবাসে রিডিংরুম চাই

ঐতিহ্যবাহী ঢাকা কলেজের শহীদ ফরহাদ ছাত্রাবাস। প্রায় শতাধিক আবাসিক শিক্ষার্থীর বসবাস এ ছাত্রাবাসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ার পর থেকে ক্লাস ও পড়াশোনায় চাপ বেড়েছে সাত কলেজে। নিয়মিত ক্লাস ও পরীক্ষা থাকছেই। ঢাকা কলেজের অন্যান্য ছাত্রাবাসে পাঠকক্ষ থাকলেও এ ছাত্রাবাসে নেই। যা আছে, তা নামমাত্র। নিচতলায় সিঁড়ির নিচে কয়েকটি বেঞ্চ দিয়ে বানানো হয়েছে পাঠকক্ষ।

সেখানে রয়েছে বিদ্যুতের পাওয়ার বক্স। তাতে নেই পর্যাপ্ত আলো। নেই ফ্যানও। তাই শিক্ষার্থীদের পড়াশোনা করতে বেগ পেতে হয়। অন্যান্য ছাত্রাবাসের পাঠকক্ষগুলোয় সব সময় ভিড় লেগেই থাকে। ছাত্রাবাসে থাকার কক্ষগুলোয়ও পড়ার পরিবেশ নেই। তাই অনেকেই ঠিকমতো পড়তে না পারায় ফল খারাপ করে মানসিক কষ্টে ভুগছেন।
এমতাবস্থায় কলেজ প্রশাসনের কাছে আকুল আবেদন, শহীদ ফরহাদ ছাত্রাবাসে মানসম্মত একটি পাঠকক্ষের ব্যবস্থা করে শিক্ষার্থীদের মানসিক কষ্ট ঘুচানোর। শিক্ষার্থীরা যাতে ভালো পরিবেশে পড়াশোনা করার সুযোগ পান।

লেখক: নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক শিক্ষার্থী, ঢাকা কলেজ