ঠাকুরগাঁওয়ে মন্দিরভিত্তিক স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মাননা প্রদান
ঠাকুরগাঁওয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধিন ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের আওতায় উত্তম শিক্ষক ও শিক্ষার্থী নির্বাচন, বার্ষিক ক্রীড়া ও গীতা পাঠ প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের আয়োজনে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচিত ১০ উত্তম শিক্ষার্থী ও ৫ উত্তম শিক্ষকের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন জেলা প্রশাসক কে এম কামরুজ্জামান সেলিম।
অতিরিক্ত জেলা প্রশাসক নূর কুতুবুল আলমের সভাপতিত্বে পুরস্কার বিতরণ ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অরুণাংশু দত্ত।
এ সময় মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম জেলা কার্যালয়ের সহকারী প্রকল্প পরিচালক ইন্দ্রজিৎ রায়, ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাবের আহ্বায়ক বিধান চন্দ্র দাস, প্রকল্পের ফিল্ড অফিসার বিদ্যা রায়, দুর্লভ মহামন্ত্র দাসসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
পরে শহরের তাঁতিপাড়ার প্রতিষ্ঠানের জেলা কার্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও গীতা পাঠ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে পুরস্কার প্রদান করেন মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম জেলা কার্যালয়ের সহকারী প্রকল্প পরিচালক ইন্দ্রজিৎ রায় ও ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাবের আহ্বায়ক বিধান চন্দ্র দাস।
জেলার ১৪৯ শিক্ষকের মধ্যে নির্বাচিত ৫ উত্তম শিক্ষক ও ৪ হাজার ৪৪৫ শিক্ষার্থীর মধ্যে ১০ উত্তম শিক্ষার্থীকে পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। এ ছাড়া ক্রীড়া, জাতীয় সংগীত, শুদ্ধভাবে মন্ত্র ও গীতা পাঠ প্রতিযোগিতাসহ আটটি ক্যাটাগরিতে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী ব্যক্তিদের পুরস্কৃত করা হয়।