জাহিদের কথা ও সুরে কামরুজ্জামান গাইলেন নতুন গান
নতুন বছরে নতুন গান নিয়ে হাজির হয়েছেন কণ্ঠশিল্পী কামরুজ্জামান রাব্বি। গানের শিরোনাম ‘ভালো হইয়া যা’। গানটির কথা ও সুর সাজিয়েছেন জাহিদ কাজী। সংগীতায়োজন করেছেন এ এইচ জীবন। অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজের ব্যানারে ২৭ জানুয়ারি গানটি ইউটিউবে প্রকাশ করা হয়েছে। ‘আমি তো ভালা না’খ্যাত গানের কণ্ঠশিল্পী কামরুজ্জামান রাব্বি বলেন, খুবই শক্তিশালী লিরিক। আশা করি, ‘ভালো হইয়া যা’ গানটিও দর্শক-শ্রোতা ভালোভাবে নেবেন।
নতুন এই গান নিয়ে গীতিকার ও সুরকার জাহিদ কাজী বলেন, যে কেউ ভালো হইয়া যা গানটি শুনলে জীবন সম্পর্কে ভাবাতে তাঁকে বাধ্য করবে। কামরুজ্জামান রাব্বির গাওয়া এই গানও দর্শক-শ্রোতাদের প্রিয় হয়ে উঠবে বলে তিনি আশাবাদী।
কবি জাহিদ কাজীর ‘বন্ধু কত ঘুমাইবা’ শিরোনামে আরও একটি গানে কণ্ঠ দিয়েছেন জানিয়ে কামরুজ্জামান রাব্বি বলেন, সেটাও দ্রুতই রিলিজ হবে।
এর আগে জাহিদ কাজীর লেখা ও সুরে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী তৌসিফ ও ক্লোজআপ ওয়ানের তারকা সাজু। এই দুটি গানও পেয়েছে শ্রোতাদের প্রশংসা। ‘পুলসিরাত’ শিরোনামের গানটিও প্রকাশ হয়েছে বেশ কিছু দিন আগে।
নিজের লেখা ও সুরে আরও কিছু গানের কাজ চলছে উল্লেখ করে জাহিদ কাজী বলেন, পর্যায়ক্রমে সেগুলো প্রকাশ্যে আসার অপেক্ষায় আছে।