জাতীয় শোক দিবসে পাটগ্রামে খাদ্যসামগ্রী বিতরণ
জাতীয় শোক দিবস উপলক্ষে রংপুর ৫১ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের উদ্যোগে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের ১২০ গরিব অসহায় পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল রোববার সকাল ১০টায় উপজেলার দহগ্রাম ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গণে রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ ইসহাক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্যসামগ্রী গরিব অসহায় মানুষের হাতে তুলে দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ৫১ বিজিবি ব্যাটালিয়নের উপজেলার পানবাড়ি বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার নজরুল ইসলাম, আঙ্গোরপোতা বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার বাবুল হোসেন, দহগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন প্রধান ও দহগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর প্রমুখ। খাদ্যসামগ্রী হিসেবে প্রতিটি প্যাকেটে রয়েছে চাল, ডাল, তেল, আটা, সাবান, আলু ও লবণ।