জাটকা ইলিশ

জাটকাফাইল ছবি

সোনালি মাছ ইলিশ পোনা

ছোট্ট হলে ঝাটকা,

পদ্মা নদীর গভীর জলে

ধরছে জেলে টাটকা।

ইলিশ মাছে ভরা ডিমে

নায়ের উপর তুলে,

ছেলে–মেয়ে খাবে তারা

নেচে হেলেদুলে।

ইলিশ ভাজা গরম ভাতে

স্বাদে পরিপূর্ণ,

জাতীয় মাছ ইলিশ মোদের

খেতে পেয়ে ধন্য।

পোনা ইলিশ লোভনীয়

উৎপাদন হয় স্বল্প,

জাটকা ইলিশ নিধন হলে

পাব সবাই অল্প।

**নাগরিক সংবাদে ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]