গাইবান্ধায় শীতবস্ত্র দিল রোটারি ক্লাব অব ঢাকা অবনী ও রোটারি ক্লাব অব টরন্টো ডানফোর্ট
গাইবান্ধার সাঘাটায় বাংলাদেশের রোটারি ক্লাব অব ঢাকা অবনী ও কানাডার রোটারি ক্লাব অব টরন্টো ডানফোর্টের যৌথ উদ্যোগে গত শনিবার অসহায় মানুষের মধ্যে ৫০০টি কম্বল ও ২ হাজার মাস্ক বিতরণ করা হয়েছে। গাইবান্ধার সাঘাটা উপজেলার হলদিয়া গ্রামের কানাইপাড়া দাখিল মাদ্রাসাসংলগ্ন ঈদগাহ মাঠে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে এ কার্যক্রম চলে।
এ ছাড়া গোল্ডেন ইগল ও অবনী ওপেন এয়ার স্কাউট দল শুক্র ও শনিবার দুই দিনব্যাপী ক্যাম্প করে বিভিন্ন জায়গায় গাছ লাগানোসহ স্বাস্থ্যসচেতনতামূলক কর্মসূচি পালন করে। তারা চর এলাকায় সার্ভে করে ১৫টি পরিবারের প্রয়োজন অনুযায়ী তাদের স্বাবলম্বী করে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মাহমুদুল হাসান, সভাপতি নমিনি (২০২২-২০২৩) এম এ ওয়াজেদসহ ওপেন এয়ার স্কাউট সদস্য ও এলাকার অনেকে। এ কর্মসূচিতে ৩ জন রোটারিয়ান, ১৫ জন রোভার স্কাউট ও আরসিসির (রোটারি ক্রপ কমিউনিটি) সদস্যসহ ২৫ জনের একটি দল অংশ নেয়। বিজ্ঞপ্তি