কুড়িগ্রামে বন্যার্তদের পাশে উদ্যোক্তা আরেফীন সৌরভ

কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতিতে লক্ষাধিক মানুষ না খেয়ে দিন কাটাচ্ছে। এখনো প্রত্যন্ত অনেক এলাকায় ত্রাণ পৌঁছায়নি। খাবার ও বিশুদ্ধ পানির অভাবে মানবেতর জীবনযাপন করছে মানুষ। এই হাহাকারময় পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়িয়েছেন ‘ক্রিয়েটিভ ডিজিটাল বাংলাদেশ’–এর প্রতিষ্ঠাতা আরেফীন সৌরভ।

কুড়িগ্রাম জেলা রংপুর বিভাগের উত্তর-পশ্চিম অঞ্চলের একটি প্রশাসনিক অঞ্চল। উপজেলা সংখ্যানুসারে কুড়িগ্রাম বাংলাদেশের একটি ‘এ’ শ্রেণিভিত্তিক জেলা। বর্তমানে কুড়িগ্রামে ২ লাখ ৫০ হাজারের বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।

২৮ জুন মঙ্গলবার ক্রিয়েটিভ ডিজিটাল বাংলাদেশের ব্যবস্থাপনায় বন্যার্ত মানুষের জন্য দুই কেজি চিড়া, দেড় কেজি মুড়ি, এক কেজি চিনি, এক কেজি গুড়, স্যানিটারি ন্যাপকিন, এক প্যাকেট সেমাই, এক প্যাকেট বিস্কুট, নিত্যপ্রয়োজনীয় ওষুধসহ ৫০০ পরিবারের জন্য গরম খাবার (ডিম-খিচুড়ি) বিতরণ করেছেন সৌরভ। ত্রাণ পেয়ে কুড়িগ্রাম শহরের বাসিন্দা হাজেরা বেওয়া (৬৭) বলেন, ‘বন্যায় আমরার সব ভাসাইয়া লইয়া গেছে। কেউ খোঁজখবর নেয় না। তোমরা আইছ। আল্লাহ তোমাদের মঙ্গল করুক।’

আরেফীন সৌরভ বলেন, ‘আমরা ইতিমধ্যে ৩০০ পরিবারের ভেতর শুকনা খাবার ও ৫০০ পরিবারের মধ্যে গরম খাবার (ডিম-খিচুড়ি) বিতরণ করেছি। আমাদের আর্থিকভাবে সাহায্য করেছে রংপুরের উই ফর দেম এবং কুড়িগ্রামের মেধাবী কল্যাণ সংস্থা।’

উই ফর দেম হলো রংপুরের একটি অলাভজনক সংস্থা। তারা সমাজের উন্নতিকল্পে কাজ করে, বিভিন্ন ধরনের সামাজিক কল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করে। সংস্থাটি ২০২১ সালে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ২০২১’ লাভ করে।

আরেফীন সৌরভ আরও বলেন, ‘বন্যার্ত মানুষের জন্য তহবিল সংগ্রহের কাজ চলমান রয়েছে, সব কটি ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ পৌঁছে দিতে চাই। যতটুকু পারি, নিজের দেশ ও মানুষের জন্য কাজ করে যাব।’