কুড়িগ্রামে মেডিকেল ক্যাম্পে বিনা মূল্যে ওষুধ পেলেন পাঁচ শতাধিক রোগী
কুড়িগ্রামের উলিপুরে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ডু সামথিং ফাউন্ডেশন’-এর উদ্যোগে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। যেখানে পাঁচ শতাধিক রোগীকে বিনা মূল্যে চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়। গত শনিবার দুপুরে উলিপুরের খামার ঢেকিয়ারাম বটতলী সরকারি প্রাথমিক স্কুল মাঠে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ডু সামথিং ফাউন্ডেশনের সভাপতি চিকিৎসক নাজমুল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
চিকিৎসা নিতে আসা ষাটোর্ধ্ব আমেনা বেগম বলেন, ‘টাকার অভাবে ৬০ বছরের জীবনে কোনো দিন এমবিবিএস ডাক্তার দেখাতে পারিনি। ক্যাম্পে বিনা মূল্যে ডাক্তার দেখিয়ে ওষুধ পেলাম। আমাদের গ্রামে এ রকম মেডিকেল ক্যাম্প আরও চাই।’
ডু সামথিং ফাউন্ডেশনের সভাপতি নাজমুল ইসলাম বলেন, ‘আমরা সারা দেশে গরিব রোগীদের কষ্ট লাঘবে মেডিকেল ক্যাম্পের আয়োজন করে থাকি। এটি আমাদের ৫৩তম মেডিকেল ক্যাম্প। ক্যাম্পে যাঁরা জটিল রোগ নিয়ে আসেন, তাঁদের ফলোআপ চিকিৎসাও দিয়ে থাকি আমরা।’