‘কন্টাক্ট শিট’ ফটোগ্রাফি ম্যাগাজিনের বর্ষপূর্তি
প্রতিষ্ঠার এক বছর পূর্ণ করল দেশের একমাত্র অনলাইনভিত্তিক ফটোগ্রাফি ম্যাগাজিন ‘কন্টাক্ট শিট’। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। ২০০৯ সালের ডিসেম্বরে ইংরেজি ভাষার এই ম্যাগাজিন যাত্রা শুরু করে।
ম্যাগাজিনের সম্পাদক আলোকচিত্রী সাউদ আল ফয়সাল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কন্টাক্ট শিট গত এক বছর ধরে বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামসহ বেশ কয়েকটি দেশের আলোকচিত্রীর আলোকচিত্র ও সাক্ষাৎকার প্রকাশ করে যাচ্ছে। ভবিষ্যতেও প্রতিশ্রুতিশীল আলোকচিত্রীদের কাজ এবং তাঁদের সাক্ষাৎকার প্রকাশ করা অব্যাহত থাকবে। আরও জানানো হয়েছে, বাংলাদেশের মেধাবী আলোকচিত্রীদের আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার দায়িত্বও পালন করে যাবে ম্যাগাজিনটি।