এসএসসি ৯৬ এইচএসসি ৯৮ গ্রুপের মিলনমেলা বসেছিল রাজধানীতে
১৯৯৬ সালে এসএসসি ও ১৯৯৮ সালে এইচএসসি পাস শিক্ষার্থী ও রঁদেভু ৯৬৯৮ ফাউন্ডেশনের পঞ্চম বার্ষিক ইফতার ও নৈশভোজ সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে দেশে-বিদেশে ছড়িয়ে থাকা এ গ্রুপের প্রায় নয় শতাধিক সদস্য অংশ নেন। বিপুল বন্ধুর অংশগ্রহণে শেষ পর্যন্ত অনুষ্ঠানটি রূপ নেয় বন্ধুদের মিলনমেলায়। এ গ্রুপটি মূলত দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডের অধীন একই সময়ে এসএসসি ও এইচএসসি পাস করা বন্ধুদের একটি সংগঠন।
বার্ষিক এই আয়োজনে ৯৬৯৮ গ্রুপের সাত সদস্যকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন সাংবাদিকতায় (প্রিন্ট ও টেলিভিশন) প্রথম আলোর বিজনেস এডিটর সুজয় মহাজন ও মাছরাঙ্গা টেলিভিশনের ক্রীড়া সাংবাদিক জাহিদুর রহমান চৌধুরী, রাজনীতিতে রাজীব আহমেদ, শিক্ষায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবু নোমান ফারুক আহমেদ, প্রযুক্তিতে ই-ক্যাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল ওয়াহেদ তমাল, ব্যবসায় শ্রেণিতে ফিট এলিগেন্সের উপব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা শারমিন লিসা ও চাকরি শ্রেণিতে ফখরুল ইসলাম খান।
এ ছাড়া অনুষ্ঠানে বার্ষিক ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ, গ্রুপের নিবেদিত প্রাণ বন্ধু ও অনুষ্ঠান আয়োজনে সহায়তাকারী বন্ধুদের সম্মাননা দেওয়া হয়। পাশাপাশি রঁদেভু ৯৬৯৮ ফাউন্ডেশনের নির্বাহী কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয় উপস্থিত সব বন্ধুর সঙ্গে। বিকেল চারটা থেকে শুরু হয়ে রাত নয়টা পর্যন্ত চলা বন্ধুদের আড্ডায় মুখরিত ছিল রাওয়া ক্লাব প্রাঙ্গণ। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে চলে চেনা-অচেনা প্রিয়মুখগুলোর ছবি তোলা।
২০১৫–এর ২৭ জুলাই এসএসসি ৯৬ ও এইচএসসি ৯৮ গ্রুপের জন্ম। সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক এ গ্রুপের বর্তমান সদস্যসংখ্যা ২০ হাজারেরও বেশি। এই অনলাইন প্ল্যাটফর্মের কার্যক্রমকে নতুন মাত্রা দিতে ২০১৮ সালে শুরু হয় অলাভজনক প্রতিষ্ঠান রঁদেভু ৯৬৯৮ ফাউন্ডেশনের পথচলা।