ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর জন্মদিনে শুভেচ্ছা
গণ বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর ৮৫তম জন্মদিন ছিল গতকাল বুধবার। এই ইমেরিটাসের জন্মদিবসে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গণ বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
বিশ্ববিদ্যালয়ের শুভেচ্ছা বার্তায় বলা হয়, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী গণ বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে গণ বিশ্ববিদ্যালয়কে উচ্চশিক্ষার কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠায় অত্যন্ত আন্তরিকতার সঙ্গে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। জন্মদিনে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের কৃতী শিক্ষার্থী অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘকাল ইংরেজি বিভাগে অধ্যাপনা করেছেন।
বাংলা ও বিশ্বসাহিত্য বিষয়ে নতুন আবিষ্কার-উন্মোচনের পাশাপাশি সমাজ-সংস্কৃতি-রাজনীতি-অর্থনীতি বিষয়ে তাঁর ব্যাখ্যা-বিশ্লেষণ এবং শিক্ষায় অবদানের জন্য তিনি ১৯৯৬ সালে বাংলাদেশ সরকার কর্তৃক একুশে পদকে ভূষিত হন। তিনি মার্ক্সবাদী চিন্তাচেতনায় উদ্বুদ্ধ এবং নতুন দিগন্ত পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক।
উল্লেখ্য, সিরাজুল ইসলাম চৌধুরী ১৯৩৬ সালের ২৩ জুন বিক্রমপুরে জন্মগ্রহণ করেন।