ইবিতে হল-ক্যাম্পাস খোলার দাবিতে ছাত্রসমাবেশ ও গণস্বাক্ষর
স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে হল-ক্যাম্পাস খুলে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করার দাবিতে ছাত্রসমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। সোমবার (৩১ মে) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একই দাবিতে অনলাইন ও অফলাইনে গণস্বাক্ষর সংগ্রহ করেন শিক্ষার্থীরা। এ সময় সশরীর প্রায় ৫০ জন শিক্ষার্থী স্বাক্ষর করেন।
কর্মসূচিতে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী শাহাদাত হোসেন বলেন, ‘আমাদের কাছে করোনা যতটা বিপজ্জনক, তার চেয়ে বেশি বিপজ্জনক নীতিনির্ধারকদের হটকারী সিদ্ধান্ত। আমরা করোনায় মারা না গেলেও পারিবারিক চাপ, সেশনজট ও ডিপ্রেশনে মারা যাব। আমরা পরিবার ও দেশের জন্য কিছু করতে চাই। নিজেদের স্বপ্ন পূরণ করতে চাই। তাই স্বাস্থ্যবিধি মেনে দ্রুত শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করার জোর দাবি জানাচ্ছি।’
এর আগে গত শনিবার শিক্ষার্থীরা ৪ দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রদান করে। স্মারকলিপি গ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার আলমগীর হোসেন ভূঁইয়া। এ সময় তিনি বলেন, ‘আমরা পরীক্ষা নিতে সর্বোচ্চ চেষ্টা করছি। একাডেমিক কমিটির মতামতের জন্য প্রতিটি বিভাগে চিঠি পাঠানো হয়েছে। সশরীর পরীক্ষা গ্রহণের পক্ষে বেশিসংখ্যক মতামত এসেছে।’ বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় খোলাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। উপাচার্য এলেই দ্রুত একাডেমিক কাউন্সিলের মিটিং হবে।’
*লেখক: এম বি রিয়াদ, ইসলামী বিশ্ববিদ্যালয়