ইন্ডাস্ট্রিয়াল ট্যুরে চট্টগ্রামে নোবিপ্রবির শিক্ষার্থীরা

ছবি: লেখক

ইন্ডাস্ট্রিয়াল ট্যুরে চট্টগ্রামের চারটি কারখানা পরিদর্শন করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা। ২৩ ও ২৪ মার্চ দুই দিনের সফরে চট্টগ্রামে অবস্থান করে ৩ শিক্ষকসহ ৪৪ জনের দলটি।

সফরের প্রথম দিনে দলটি চট্টগ্রামের মদুনাঘাটে অবস্থিত শেখ রাসেল পানি শোধনাগার পরিদর্শন করে। বিশ্বব্যাংক, বাংলাদেশ সরকার ও চট্টগ্রাম ওয়াসার যৌথ অর্থায়নে পানি শোধন প্রকল্পটির কাজ শুরু হয় ২০১৫ সালে। ২০১৮ সালের নভেম্বরে পরীক্ষামূলকভাবে চালু হয় এই পানি শোধনাগার। ২০২০ সালে আনুষ্ঠানিক কার্যক্রমে যায় এটি। এখানে হালদা নদী থেকে পানি তুলে ছয়টি ধাপে পানি পরিশোধন শেষে সরবরাহ লাইনে দেওয়া হয়। প্রকল্পটির বিভিন্ন ধাপ নোবিপ্রবির দলটিকে ঘুরে দেখানো হয়।

একই দিন বিকেলে দলটি রাউজানে অবস্থিত চট্টগ্রাম তাপবিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে যায়। ফেনী গ্যাসক্ষেত্র থেকে এই বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ করা হয়। কঠোর নিরাপত্তাবলয়ে থাকা কেন্দ্রটি চট্টগ্রাম অঞ্চলের বিদ্যুতের চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নোবিপ্রবির দলটি বিদ্যুৎ উৎপাদনের বিভিন্ন ধাপ ঘুরে দেখে ও পরিবেশগত বিভিন্ন দিক পর্যবেক্ষণ করে।

পরদিন দলটি কালুরঘাটে অবস্থিত বেজ টেক্সটাইল লিমিটেড কারখানা পরিদর্শনে যায়। প্রতিষ্ঠানটি মূলত পোলো টি-শার্ট, সুয়েট শার্ট, মহিলা ও শিশুদের পোশাক তৈরি করে থাকে। পরিবেশগত ভাবনায় প্রতিষ্ঠানটি ইটিপি প্ল্যান্ট ব্যবহার করছে। নোবিপ্রবির পরিবেশবিজ্ঞানের শিক্ষার্থীরা ইটিপি প্ল্যান্টটি ঘুরে দেখে এবং প্রতিষ্ঠানটির সবুজায়নের প্রশংসা করে।

ছবি: লেখক

একই দিন বিকেলে দলটি উত্তর পতেঙ্গায় অবস্থিত দেশের একমাত্র ফসফেটিক সার কারখানা টিএসপি কমপ্লেক্স লিমিটেড কারখানা পরিদর্শন করে। কারখানাটি ১৯৭৪ সালে বাণিজ্যিক উৎপাদনে যায়। নোবিপ্রবির শিক্ষার্থীরা কারখানায় কাঁচামাল সংগ্রহ থেকে শুরু করে উৎপাদনের পুরো প্রক্রিয়া ঘুরে দেখেন।

২০১৬-১৭ ব্যাচের শিক্ষার্থী দলটির সঙ্গে এ সফরে ছিলেন পরিবেশবিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান মো. মহিনুজ্জামান, সহকারী অধ্যাপক শাহরিয়ার মো. আরিফুর রহমান ও সহকারী অধ্যাপক তনুজা বড়ুয়া।

লেখক: তানভীর মাহতাব আবীর, শিক্ষার্থী, পরিবেশবিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।