আয়কর আইনের পরিবর্তনের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত

২০২১-২২ অর্থবছরে আয়কর আইনে যে যে পরিবর্তন হয়েছে, এর ওপর একটি আলোচনা অনুষ্ঠিত হয়েছে
ছবি: বিজ্ঞপ্তি

২০২১-২২ অর্থবছরে আয়কর আইনে যেসব পরিবর্তন হয়েছে, এর ওপর একটি আলোচনা গতকাল মঙ্গলবার ঢাকা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম, মূল আলোচক হিসেবে আলোচনা করেন জাতীয় রাজস্ব বোর্ডের করনীতি সদস্য মো. আলমগীর হোসেন, সভাপতিত্ব করেন কর কমিশনার ও বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের সভাপতি মো. রেজাউল করিম চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের মহাসচিব অতিরিক্ত কর কমিশনার মোহাম্মদ ফজলে আহাদ কায়সার।

বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের অলোচনা সভা শেষে কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন উদ্‌যাপন করা হয়
ছবি: বিজ্ঞপ্তি

সভা শেষে কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন উদ্‌যাপন করা হয়।

সভায় জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য, কর কমিশনার ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান কর বিভাগের কর্মকাণ্ড আরও গতিশীল করার লক্ষ্যে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করার জন্য গুরুত্ব দেন। অলোচনা সভার আয়োজন করে বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশন। বিজ্ঞপ্তি