আহতদের প্রাথমিক চিকিৎসা দিল যুব রেড ক্রিসেন্টের ঢাকা কলেজ ইউনিট

ছবি: সংগৃহীত

রাজধানীর নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে গতকাল মঙ্গলবার ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ বেধে গেলে অনেক শিক্ষার্থী, পথচারী ও সংবাদকর্মী হামলার শিকার হয়। আর এ সময় আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দিতে এগিয়ে আসেন ঢাকা কলেজ যুব রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্যরা।

ছবি: সংগৃহীত

মঙ্গলবার দিনব্যাপী সংঘর্ষে আহত ও পুলিশের কাঁদানে গ্যাসের শেলে অসুস্থ হয়ে পড়া প্রায় ২০০ জনকে প্রাথমিক চিকিৎসা দেয় সংগঠনটি। এ ছাড়া বেশ কয়েক আহত শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসার পর জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করতেও এগিয়ে আসেন তাঁরা। এ ছাড়া নীলক্ষেত-সায়েন্স ল্যাব রোডে চলাচল করতে এসে হামলার শিকার পথচারী ও সাংবাদিকদেরও প্রাথমিক চিকিৎসাসেবা দেয় এই স্বেচ্ছাসেবী সংগঠন।

এ ব্যাপারে যুব রেড ক্রিসেন্ট ঢাকা কলেজ ইউনিটের একটি উপদলের গ্রুপ লিডার মিনহাজ উদ্দিন বলেন, আহত ব্যক্তিদের সংখ্যা এত বেশি ছিল যে সদস্যদের সেবা প্রদান করতে যথেষ্ট বেগ পেতে হয়েছে। প্রতিবন্ধকতা সত্ত্বেও বিপর্যয়ের মুহূর্তে সবাইকে স্বাস্থ্যসেবা দেওয়ায় ইউনিটটির সহকারী দলনেতা-১ মো. মুনতাসীর খায়ের ফাহাদ ইউনিটের স্বেচ্ছাসেবী সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘ঝুঁকি নিয়েও সাহসিকতার সঙ্গে যেভাবে ইউনিটের সদস্যরা মানবতার কল্যাণে এগিয়ে এসেছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়।’

*লেখক: অমিত হাসান, শিক্ষার্থী, ঢাকা কলেজ, ঢাকা; সদস্য, যুব রেড ক্রিসেন্ট, ঢাকা কলেজ ইউনিট।