আসবাব তৈরিতে বিনা মূল্যে প্রশিক্ষণ দিচ্ছে উড টেক সলিউশন
আধুনিক প্রযুক্তির যন্ত্রপাতি আমদানি, দক্ষ লোকবল তৈরি ও পরিবেশবান্ধব কারখানা স্থাপনে সহায়তা ও প্রযুক্তি আমদানির মাধ্যমে দেশে আসবাবশিল্প বিকাশে কাজ করছে উড টেক সলিউশন। ২০ বছর ধরে দেশের আসবাবশিল্পে কর্মসংস্থান সৃষ্টি, এর বাজার সম্প্রসারণ, পরিবেশবান্ধব ও কারখানার উৎপাদন বাড়ানোর বিষয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।
রাজধানীর অদূরে কেরানীগঞ্জে উড টেক সলিউশন স্থাপন করেছে দেশের প্রথম উড ওয়ার্কিং টেকনোলজি সেন্টার। এ সেন্টারে যেকোনো কারখানার মালিক ও কারিগরেরা আধুনিক দরজা ও আসবাব তৈরির প্রশিক্ষণ নিতে পারবেন। আধুনিক মেশিন সম্পর্কে ব্যবহারিক ধারণাও মিলবে এখানে। সেখানে প্রশিক্ষণ ও খাওয়া–দাওয়া সম্পূর্ণ বিনা মূল্যে দেওয়া হয় বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্ণধার মো. নইমুল হোসেন খান।
মো. নইমুল হোসেন খান বলেন, ‘২০ বছর ধরে আমাদের প্রতিষ্ঠান উড টেক সলিউশন দেশের আসবাবশিল্প নিয়ে কাজ করছে। ফার্নিচার আধুনিকায়নে ও পরিবেশের দিকে খেয়াল রেখে কাজ করে যাচ্ছে এ প্রতিষ্ঠান।’
২০২০ সালে প্রতিষ্ঠান সিএনসি অপারেট মেশিনের জন্য একটি ডিভাইস উদ্ভাবন করে। এ ডিভাইস ব্যবহার করলে মেশিন চালু থাকা অবস্থায় বিদ্যুৎ চলে গিয়ে আবার ফিরে এলে যেখানে কাজ বন্ধ হয়েছিল, সেখান থেকেই সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে শুরু হবে। ডিভাইসটি পেটেন্টের জন্য আবেদন করা হয়েছে। এ ছাড়া বিক্রয়োত্তর সেবার জন্য বাংলাদেশে প্রথমবারের মতো একটি পূর্ণাঙ্গ সার্ভিস অ্যাপ চালু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। বিজ্ঞপ্তি