আমার প্রেম তোমার কপালের টিপের সাথে

প্রতীকী ছবি

তোমাকে প্রথম ভালো লেগেছিল
তুমি কপালে টিপ পরেছিলে বলে
টিপের রং কালো
চোখের মণিও কালো
অদ্ভুত অন্ত্যমিলে আমি হারিয়ে যাই;
ভালো লেগে যায় টিপ পরা শ্যামাঙ্গীকে
ভালো লাগে কালো রঙের টিপ।

লাল টিপ, নীল টিপ, কালো টিপ আরও কত না টিপ!
আজকাল মেয়েরা কপালে টিপ পরে নানা রঙের
প্রজাপতি টিপ, চাঁদ-তারা টিপ!

আরও হয়তো নাম না জানা কতশত!
আমার প্রেম তোমার টিপের সাথেই;
টিপ করেছে তোমায় সুন্দরী অতি
তাই তো বেড়েছে প্রেম তোমার প্রতি
আজ লাল, কাল কালো
কপালে টিপে লাগে তোমায় সুন্দর, বড্ড ভালো।
তোমার গালের টোল, কপালের টিপ
মনে হয় জ্বলছে প্রদীপ!

আমার টিপ ভালো লাগে
তোমার কপালের টিপ;
তুমি আর তোমার কপালের টিপ
মনে হয় চেয়ে থাকি অনন্তকাল।